শিরোনাম
◈ হাসিনা-কামালকে ফেরাতে ভারতের কাছে পাঠানোর চিঠি প্রস্তুত হচ্ছে : পররাষ্ট্র উপদেষ্টা ◈ পরিবর্তন করা হয়েছে জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) হেল্পলাইন নম্বর ◈ স্পর্শকাতর এলাকায় থাকবে বডি ক্যামেরা, কমবে সংখ্যা : অর্থ উপদেষ্টা ◈ ক্লাউডফ্লেয়ার বিভ্রাটে বিশ্বজুড়ে ওয়েবসাইট অচল: এক্স (X), স্পটিফাই সহ হাজারো সাইটে সমস্যা! ◈ এবার রেকর্ড সংখ্যক তরুণ প্রথম ভোট দেবে: প্রধান উপদেষ্টা ◈ 'হাসিনার রায়ের দিন কেন বন্দরের চুক্তি স্বাক্ষর হল', প্রশ্ন আব্দুন নূর তুষারের (ভিডিও) ◈ প্রথম খেল‌তে নে‌মেই তা‌মি‌মের সেঞ্চু‌রি, ঢাকা - রাজশাহী ম‌্যাচ ড্র  ◈ রায়ের দিন কলকাতায় আ'লীগের কেন্দ্রীয় কমিটির নেতাদের মিটিং (ভিডিও) ◈ ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল ◈ হাসিনাকে যে কারণে ফেরত দেবে না ভারত

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৫, ০৬:৫০ বিকাল
আপডেট : ১৮ নভেম্বর, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

প্রথম খেল‌তে নে‌মেই তা‌মি‌মের সেঞ্চু‌রি, ঢাকা - রাজশাহী ম‌্যাচ ড্র 

স্পোর্টস ডেস্ক :  তানজিদ হাসান তামিম চলতি জাতীয় ক্রিকেট লিগে প্রথম খেলতে নেমেই দারুণ এক সেঞ্চুরি করলেন। সহজাত ব্যাটিংয়ে ৭ চারের সঙ্গে ৮ ছক্কায় তিনি খেললেন ১৪০ রানের ইনিংস। তবে ম্যাচে অবশ্য ফল আসেনি। ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল। 

রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে মঙ্গলবার শেষ হয়েছে রাজশাহী ও ঢাকার মধ্যকার চতুর্থ রাউন্ডের ম্যাচ। ব্যাটারদের দাপটের ম্যাচে দুই দল মিলিয়ে হয়েছে মোট ৪টি সেঞ্চুরি। তামিম ছাড়াও তিন অঙ্কের দেখা পেয়েছেন সানজামুল ইসলাম, আশিকুর রহমান শিবলি ও প্রিতম কুমার।

ম্যাচের প্রথম ইনিংসে সানজামুলের ১১২ রানের সৌজন্যে ২৯৮ রান করে রাজশাহী। বল হাতে ঢাকার পক্ষে ৫ উইকেট নেন অফ স্পিনার আশরাফুল ইসলাম সিয়াম। -- টি স্পোর্টস

জবাবে ঢাকা বিভাগের শিবলির ব্যাট থেকে আসে ১১ চার ও ১ ছক্কায় ১২১ রান। এছাড়া আনিসুল ইসলাম ইমন খেলেন ৯৭ রানের ইনিংস। ৮৪ রানের লিড নিয়ে ৩৮২ রানে অলআউট হয় ঢাকা।

দ্বিতীয় ইনিংসে ঝড় তোলেন তামিম। ৭ চারের সঙ্গে ৮ ছক্কা মেরে ১৫১ বলে খেলেন ১৪০ রানের ইনিংস। এছাড়া প্রিতম কুমারের ব্যাট থেকে আসে ১৭ চার ও ২ ছক্কায় ১৫১ বলে ১৩৬ রান। দুজন মিলে তৃতীয় উইকেটে গড়েন ২২০ রানের জুটি।

ওয়ানডে ঘরানার ব্যাটিংয়ে মাত্র ৬৭.৩ ওভারে ৫ উইকেটে ৩৬০ রান তুলে ইনিংস ছেড়ে দেয় রাজশাহী।২৭৭ রানের লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১০৯ রান করে ঢাকা। পরে ড্র মেনে নেয় দুই দল। এবার ৪৪ রান করেন আনিসুল ইসলাম ইমন।

চার ম্যাচে ঢাকার এটি চতুর্থ ড্র। সমান ম্যাচে রাজশাহী জিতেছে একটি, হেরেছে দুইটি আর ড্র হয়েছে অন্যটি।

এছাড়া চতুর্থ রাউন্ডের অন্য দুই ম্যাচে তিন দিনেই ফল এসে গেছে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লা. লে. শহীদ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক চট্টগ্রামকে ২৫১ রানে হারিয়েছে ময়মনসিংহ বিভাগ। আর বগুড়ার মাঠে বরিশালের বিপক্ষে ৮ উইকেটে জিতেছে রংপুর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়