শিরোনাম
◈ বাংলাদেশ সীমান্ত ঘেঁষে পশ্চিমবঙ্গে নতুন সেনা ঘাঁটি ও আসামে সামরিক স্টেশন স্থাপন করছে ভারত ◈ আহমেদাবাদে হ‌তে পা‌রে  ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ◈ জুলাই সনদ ও গণভোট নি‌য়ে উত্তপ্ত রাজনী‌তির মাঠ, দলগুলো কি সমঝোতায় পৌঁছাতে পারবে? ◈ কক্সবাজার বিমানবন্দরে কুকুরের ধাক্কায় অল্পের জন্য দুর্ঘটনা এড়াল ইউএস-বাংলার ফ্লাইট ◈ ভালোবাসার টানে বাংলাদেশে আসা চীনা নাগরিক বিয়ে না করে যে কারণে দেশে ফিরছেন ◈ দুই বি‌লিয়ন ডলা‌রে বিক্রি হবে আই‌পিএ‌লে বর্তমান চ‌্যা‌ম্পিয়ন  আরসিবি ◈ দক্ষিণ লেবাননে ইসরাইলের বিমান হামলা: নিহত ১, আহত ৯ ◈ পিএসজিতে দুই মওসুম কাটা‌লেও মোটেও উপভোগ করেননি মেসি ◈ অন্তর্বর্তী সরকারের আহ্বানে সাড়া? বিএনপি–জামায়াতের মধ্যে আলোচনা উদ্যোগ ◈ আজ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২৫, ০৭:৫১ সকাল
আপডেট : ০৭ নভেম্বর, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাজিলিয়ান কিংবদন্তি কাফু লাতিন-বাংলা সুপার কাপের জন্য আসছেন ঢাকায়

বিশ্বকাপজয়ী ব্রাজিলের অধিনায়ক কাফু বাংলাদেশে আসছেন। প্রীতি ফুটবল টুর্নামেন্টে অতিথি হয়ে আসবেন বলে আয়োজক সূত্রে জানা গেছে। নাম দেওয়া হয়েছে লাতিন-বাংলা সুপার কাপ। আয়োজন করছে এএফবি বক্সিং প্রোমশন ইন্টারন্যাশনাল লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান।

বিভিন্ন বয়সের খেলোয়াড়দের নিয়ে এই আয়োজন করতে যাচ্ছে। আগামী ৫, ৭. ১১ ডিসেম্বর ঢাকা জাতীয় স্টেডিয়ামে তিনটি ফুটবল ম্যাচ হবে। অংশগ্রহণ করবে ব্রাজিল, আর্জেন্টিনা ও বাংলাদেশ থেকে একটি দল। কোনো দেশই তাদের জাতীয় দল নিয়ে খেলবে না। আয়োজক প্রতিষ্ঠান সূত্রের দাবি যারা ব্রাজিল আর্জেন্টিনা থেকে খেলতে আসবেন তারা নিজ নিজ দেশের ক্লাবের পেশাদার ফুটবলাররা। বিভিন্ন বয়সের ফুটবলাররা খেলবেন, তাদের দলে থাকতে পারেন সাবেক ফুটবলার। ব্রাজিলের ক্লাবের খেলোয়াড়রা ব্রাজিল নামে এবং আর্জেন্টিনার ক্লাবের খেলোয়াড়রা আর্জেন্টিনা নামে খেলবে। বাংলাদেশ থেকে একটি দল গঠনের জন্য বাফুফের সহযোগিতা নেওয়া হয়েছে। তারা একটি দল বানিয়ে দিচ্ছে। এই টুর্নামেন্টের জন্য কনমেবলের অনুমতিও নেওয়া হয়েছে বলে আয়োজক সূত্র জানিয়েছে।

১১ ডিসেম্বর ব্রাজিল-আর্জেন্টিনা শেষ দিনের ম্যাচে মুখোমুখি হবে। এই ম্যাচের জন্য ব্রাজিলিয়ান তারকা কাফু বাংলাদেশে আসবেন। দুই দিন অবস্থান করবেন ঢাকায়। ২০০২ সালে দক্ষিণ কোরিয়া এবং জাপান যৌথভাবে বিশ্বকাপ ফুটবল আয়োজন করেছিল। সেই বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় ব্রাজিল, নেতৃত্ব দিয়েছিলেন কিংবদন্তি ডিফেন্ডার কাফু। ২০২৩ সালে ব্রাজিলিয়ান আরেক তারকা রোনালদিনহো বাংলদেশে এসেছিলেন। তিনি কাফুর সঙ্গে একই দলে খেলে বিশ্বকাপ জয় করেছিলেন।

এবার ম্যাচ আয়োজকরা জানিয়েছেন আর্জেন্টিনার আরেক সাবেক তারকা আরিয়াল ওর্তেগা বাংলাদেশে আসবেন, কথা চলছে। তার তরফ থেকে নিশ্চিয়তা পাওয়া যায়নি, মৌখিক আলোচনা হয়েছে, আর কাফুর তরফ থেকে চিঠি হাতে পাওয়া গেছে বলে এএফবি বক্সিং প্রোমশন ইন্টারন্যাশনাল লিমিটেডের মুখপাত্র আতিকুল ইসলাম শাকিল ও মাশরাফি বিন ইউনূসের দাবি।

এএফবি লাতিন-বাংলা সুপার কাপের আয়োজক বক্সিং প্রোমশন ইন্টারন্যাশনাল লিমিটেড হলেও তারা মুলত বিভিন্ন খেলার আয়োজন করে থাকে। ইউনূস জানিয়েছেন আমরা আগে বক্সিং টুর্নামেন্টের আয়োজন করেছি, ক্রিকেটে গিয়েছি। এবার আমাদের মালিকরা মনে করছেন তারা ফুটবলের জন্য কাজ করবেন। তাই ফুটবল উন্নয়নে ভূমিকা রাখতে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে।' সূত্র: ইত্তেফাক 

  • সর্বশেষ
  • জনপ্রিয়