শিরোনাম
◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির! ◈ ৬৬ পর্যবেক্ষক সংস্থা পেল নিবন্ধন, নতুন নীতিমালায় পুরনো ৯৬টির নিবন্ধন বাতিল ◈ সরকারি দায়িত্ব শেষ, পেশাগত কাজে যুক্তরাষ্ট্রে অধ্যাপক আলী রীয়াজ: ফিরবেন কিছুদিন পর ◈ ৯ দল নিয়ে এনসিপির রাজনৈতিক জোটের সম্ভাবনা: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২৫, ০৬:৩২ বিকাল
আপডেট : ০৬ নভেম্বর, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

এশিয়া কাপের জন্য দল ঘোষণা করলো বিসিবি

স্পোর্টস ডেস্ক : রাইজিং স্টারস এশিয়া কাপ ক্রিকেট আগামী ১৪ নভেম্বর থেকে কাতারে শুরু হ‌চ্ছে। এই টুর্না‌মে‌ন্টে অংশগ্রহ‌ণের ল‌ক্ষ্যে তারুণ্য নির্ভর দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলের নেতৃত্ব দেবেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী। 

ইয়াসির আলী চৌধুরী ও আবু হায়দার রনির মতো জাতীয় দলের বাইরে থাকা অভিজ্ঞ ক্রিকেটারদেরও সুযোগ দেয়া হয়েছে এই স্কোয়াডে। দলে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে আলো ছড়ানো ক্রিকেটারদের মধ্যে আছেন জিসান আলম, আরিফুল ইসলাম, জাওয়াদ আবরার ও মেহেরব হাসান অহিন। এছাড়া মাহিদুল ইসলাম অঙ্কন এবং মৃত্যুঞ্জয় চৌধুরীর মতো অভিজ্ঞরাও সুযোগ পেয়েছেন।

এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে বাংলাদেশ আছে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ হংকং, আফগানিস্তান এবং শ্রীলঙ্কা। গ্রুপ পর্বে বাংলাদেশ তিনটি ম্যাচে মাঠে নামবে—১৫, ১৭ ও ১৯ নভেম্বর। ২১ নভেম্বর আসরের দুটি সেমিফাইনাল এবং ২৩ নভেম্বর ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের সবগুলো ম্যাচই কাতারের দোহায় অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ দল : জিসান আলম, হাবিবুর রহমান সোহান, জাওয়াদ আবরার, আরিফুল ইসলাম, আকবর আলী (অধিনায়ক), ইয়াসির আলী চৌধুরী, মাহিদুল ইসলাম অঙ্কন, রাকিবুল হাসান, মেহেরব হাসান অহিন, আবু হায়দার রনি, তোফায়েল আহমেদ, মোহাম্মদ স্বাধীন ইসলাম, রিপন মণ্ডল, আব্দুল গাফফার সাকলাইন ও মৃত্যুঞ্জয় চৌধুরী।

বাংলাদেশের ম্যাচের সূচি----
বাংলাদেশ বনাম হংকং: ১৫ নভেম্বর
বাংলাদেশ বনাম আফগানিস্তান: ১৭ নভেম্বর
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা: ১৯ নভেম্বর

  • সর্বশেষ
  • জনপ্রিয়