 
    
স্পোর্টস ডেস্ক : ফয়সালা প্রথমার্ধেই হয়ে গেছে। দুর্দান্ত দাপটে খেলেও শেষ রক্ষা করতে পারলো না ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসর দল। ২-১ গোলে আল নাসরকে হারিয়ে উৎরে গেলো করিম বেনজেমার দল আল ইতিহাদ।
এদিন ম্যাচের প্রথম অর্ধেই তিনটি গোল হয়। ১৫তম মিনিটে মাঝ মাঠ থেকে বল পেয়ে বেনজেমাকে দারুণ এক পাস দেন মুসা দিয়াবি। সেই বল পেয়ে তা জালে জড়াতে ভুল করেননি ইতিহাদের অধিনায়ক বেনজেমা।
তবে সমতায় ফিরতে দেরি করেনি আল নাসর। ৩০তম মিনিটে রোনালদোর বাঁ দিক থেকে দেয়া বল ডি-বক্সের ভেতরে পেয়ে তা জালে জড়ান অ্যাঞ্জেলো। তবে লিড নিয়েই প্রথম হাফ শেষ করে ইতিহাদ।
প্রথম হাফে বাড়ানো সময়ের দ্বিতীয় মিনিটে ইতিহাদের হয়ে গোল করেন হুসেম আওয়ার। দ্বিতীয় হাফের শুরুতেই লাল কার্ড দেখে মাঠ ছাড়ে আল ইতিহাদের আহমেদ আল-জুলাইদান।
তাতে দ্বিতীয় হাফের প্রায় পুরো সময়টাতেই দশ জন নিয়ে খেলতে হয় তাদের। তবুও ইতিহাদকে আর গোল দিতে পারেনি আল নাসর।
৫৪ মিনিটে গোলের সুবর্ণ সুযোগ পেয়েছিলেন রোনালদোর। তবে অফসাইডের ফাঁদে পড়েন তিনি। এছাড়াও, ৭৫তম মিনিটে রোনালদোর একটি ফ্রি কিক প্রতিপক্ষের বারের উপর দিয়ে চলে যায়। শেষ পর্যন্ত আর গোলের সুযোগ্যা পায়নি আল নাসর। তাতে কিংস কাপ থেকে বিদায় নিশ্চিত হয় তাদের।
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
