স্পোর্টস ডেস্ক : নারী বিশ্বকাপে বাংলাদেশের যাত্রা শুরু হয় পাকিস্তানকে হারিয়ে। লাল সবুজদের এবারের লক্ষ্য ইংল্যান্ড। সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে লড়বে টাইগ্রেসরা।
ভারতের গুয়াহাটিতে মঙ্গলবার (৭ অক্টোবর) বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় শুরু হবে গুরুত্বপূর্ণ এই লড়াই।
বিশ্বকাপে চারবারের চ্যাম্পিয়নদের বিপক্ষে লড়াই মোটেও সহজ হবে না বাংলাদেশের জন্য। কারণ, এ নিয়ে মাত্র দুই বার ওয়ানডের বিশ্বমঞ্চে কোয়ালিফায়ার করতে পেরেছে লাল সবুজ দল। তারপরও প্রথম ম্যাচ জয়ী টাইগ্রেস অধিনায়কের আত্মবিশ্বাস তুঙ্গে।
ন্যাট সাইভার-ব্রান্টদের মুখোমুখির আগে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে দলের অবস্থান, চাওয়া-পাওয়া নিয়ে খুঁটিনাটি জানালেন নিগার সুলাতানা।
নিগার বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২২ সালে ইংল্যান্ডের বিপক্ষে আমরা ম্যাচ খেলেছি। আমরা কিছু পরিসংখ্যান দেখেছি, কিছু হিসাব-নিকাশ করেছি। ইংল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচের মতোই খেলতে চাই। আমরা তাদের নাম দিয়ে বিবেচনা করতে চাই না।
বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমার মনে হয়, বিশ্বকাপ সবচেয়ে বড় মঞ্চ যেখানে আমরা আমাদের সক্ষমতা দেখাতে পারি। সবসময়ই বলে আসছি, আমরা খুব বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাই না। এমনকী ভালো দলের বিপক্ষেও খুব একটা খেলা হয় না।
এখানে আমাদের একটা ঘাটতি ছিল। তবে ২০২২ সালের পর এফটিপিতে (ফিউচার ট্যুরস প্রোগ্রাম) অন্তর্ভুক্ত হই এবং এরপর ঘরে-বাইরে অনেক ভালো দলের বিপক্ষে সিরিজ খেলেছি।
ওয়ানডেতে এখন পর্যন্ত একবার ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। গত বিশ্বকাপের সেই ম্যাচে ১০০ রানে হেরেছিল টাইগ্রেসরা। টি-টোয়েন্টিতে চারবারের দেখায় ইংলিশদের কাছে সবই হেরেছে বাংলাদেশ।