শিরোনাম
◈ দিনদুপুরে প্রাইভেট কারে থাকা বিএনপি কর্মীকে এলোপাতাড়ি গুলি করে হত্যা ◈ হজের নিবন্ধন করা যাবে মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়েই  ◈ একদিনের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম ◈ ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হলো বাংলাদেশ ◈ নতুন ২ জাতীয় দিবসে ছুটি থাকবে? যা জানাগেল ◈ অর্থনৈতিক সহযোগিতা জোরদারে বাংলাদেশের পাশে থাকতে চায় জার্মানি ◈ জাতীয় নির্বাচনকে ভিন্ন খাতে নিতে ‘গভীর ষড়যন্ত্র’ চলছে : মির্জা ফখরুল ◈ বাংলা‌দেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচিতে পরিবর্তন ◈ ভারতের নাগরিকত্ব নিতে চলেছেন পাকিস্তানের সা‌বেক ক্রিকেটার দানিশ কানেরিয়া? ◈ অবৈধ অভিবাসীদের তাড়িয়ে দিলে অ্যামেরিকার লাভ না ক্ষতি?

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২৫, ১০:০০ রাত
আপডেট : ০৮ অক্টোবর, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে: ডা. সুলতানা রাজিয়া

নোয়াখালী প্রতিনিধি: বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তির এই যুগেও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের তান্ত্রিক-কবিরাজের মাধ্যমে অপচিকিৎসা দেওয়া হচ্ছে মন্তব্য করে শিশু মনোবিজ্ঞানী ডা. সুলতানা রাজিয়া বলেছেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বিষয়ে আমাদেরকে কুসংস্কারচ্ছন্ন মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে। বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে তাদেরকে যথাযথ সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। এতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা সুস্থ-স্বাভাবিক জীবন লাভ করবে। ফলে তারাও সমাজ ও রাষ্ট্রের সুনাগরিক হিসেবে বেড়ে উঠবে।

মঙ্গলবার (৭ অক্টোবর) নোয়াখালী জেলা শহর মাইজদীর বিআরডিবি মিলনায়তনে আপন শিশু বিকাশ ফাউন্ডেশনের নবম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় মূখ্য আলোচকের বক্তব্যে তিনি এই সব কথা বলেন।

এসময়  ডা. সুলতানা রাজিয়া আরো বলেন, গত নয় বছর ধরে সারাদেশে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মানসিক ও শারিরিক বিকাশে কাজ করছে আপন শিশু বিকাশ ফাউন্ডেশন। আমাদের সমাজে এমন অনেক শিশু আছে যারা দেরিতে  কথা বলে, দেরিতে হাটে, লালা পড়ে, অতিরিক্ত জেদি অথবা অটিজম শিশু রয়েছে। তাদেরকে  তান্ত্রিক-কবিরাজের মাধ্যমে অপচিকিৎসানা দিয়ে বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে সুচিকিৎসা দিতে হবে। 

আপন শিশু বিকাশ ফাউন্ডেশনের কার্যক্রমের বিষয়ে তিনি বলেন, নোয়াখালীর মাইজদী হাউজিং এবং সোনাইমুড়ীর পোরকরা গ্রামে এই ফাউন্ডেশনের দুটি শাখা রয়েছে। যেখানে আপন চাইল্ড কেয়ার স্কুলের মাধ্যমে অটিস্টিক, অটিজম সহ বিভিন্ন সমস্যাগ্রস্থ শিশুদের সু-চিকিৎসা দেওয়া হচ্ছে। এই  ফাউন্ডেশনের কার্যক্রম আরো গতিশীল করতে সকলের সহযোগিতা কামনা করেন  মনোবিজ্ঞানী ডা. সুলতানা রাজিয়া।

এবার আপন শিশু বিকাশ ফাউন্ডেশনের নবম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানটি ছিল বর্ণাঢ্য।সকালে নোয়াখালীরে কেন্দ্রীয় শহিদ মিনারের পাদদেশ থেকে সুশৃঙ্খলভাবে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ এলাকা পদক্ষিণ শেষে পুনরায় শহীদ  মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়। 

পরে বিআরডিবি মিলনায়তনে কেককেটে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় আপন শিশু বিকাশ ফাউন্ডেশনের সভাপতি আশিক মিয়ার সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ঈসমাইল।

ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ তুহিন মাহমুদ ও মালিহা আব্দুল্লাহর সঞ্চালনায় আলোচনা সভায় মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শিশু মনোবিজ্ঞানী ডা. সুলতানা রাজিয়া। এতে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ কাজী মুহাম্মদ রফিক উল্লাহ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক শাফায়েত হোসেন তালুকদার, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক কামরুন নাহার, শিক্ষাবিদ প্রফেসর এ.কে মিলন প্রমূখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়