শিরোনাম
◈ দিনদুপুরে প্রাইভেট কারে থাকা বিএনপি কর্মীকে এলোপাতাড়ি গুলি করে হত্যা ◈ হজের নিবন্ধন করা যাবে মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়েই  ◈ একদিনের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম ◈ ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হলো বাংলাদেশ ◈ নতুন ২ জাতীয় দিবসে ছুটি থাকবে? যা জানাগেল ◈ অর্থনৈতিক সহযোগিতা জোরদারে বাংলাদেশের পাশে থাকতে চায় জার্মানি ◈ জাতীয় নির্বাচনকে ভিন্ন খাতে নিতে ‘গভীর ষড়যন্ত্র’ চলছে : মির্জা ফখরুল ◈ বাংলা‌দেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচিতে পরিবর্তন ◈ ভারতের নাগরিকত্ব নিতে চলেছেন পাকিস্তানের সা‌বেক ক্রিকেটার দানিশ কানেরিয়া? ◈ অবৈধ অভিবাসীদের তাড়িয়ে দিলে অ্যামেরিকার লাভ না ক্ষতি?

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২৫, ১০:০৮ রাত
আপডেট : ০৮ অক্টোবর, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুরাদনগরে প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকার জাল ধ্বংস 

এন এ মুরাদ , মুরাদনগর: কুমিল্লার মুরাদনগরে মৎস্য শিকারে ব্যবহৃত ৪ লাখ টাকার অবৈধ কারেন্ট ও রিং জাল জব্দ করে পুড়িয়ে দিয়েছে এবং বিভিন্ন দোকানদারকে ১ লাখ ২৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুর থেকে বিকাল পর্যন্ত উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে অভিযান চালিয়ে এসব জাল জব্দ ও প্রতিষ্ঠানকে জরিমানা করেন মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী মেজিস্ট্রেট মোঃ আবদুর রহমান।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, কোম্পানীগঞ্জ বাজারে বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ কারেন্ট ও রিং জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এসময় পরিবেশ সংরক্ষণ আইন- ১৯৯৫, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ এবং মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন- ১৯৫০ অনুযায়ী ১২ টি মামলায় বিভিন্ন দোকানদারকে ১ লাখ ২৩ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষনিকভাবে আদায় করা হয়েছে। পাশাপাশি কোম্পানীগঞ্জ বাজারে ও উপজেলা সদরের আল্লাহু চত্বরে ফুটপাতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন, সিনিয়র মৎস কর্মকর্তা সুমন লাল দেবনাথ ও আইন শৃঙ্খলা বাহিনী।

মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবদুর রহমান বলেন, সরকারের নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল ও রিং জাল ব্যবহারে দেশীয় মাছের প্রজনন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাছ রক্ষায় এবং জনস্বার্থে আমাদের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়