স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন সূচিতে তিনটি ম্যাচের দিনক্ষণে পরিবর্তন করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে পরিবর্তিত সূচি ঘোষণা করে বিসিবি। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আগামী ১৫ অক্টোবর দেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ দল।
আগের সূচি অনুযায়ী ১৮ তারিখেই শুরু হবে ওয়ানডে সিরিজ। তবে ২০ তারিখের বদলে সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ২১ অক্টোবর। তৃতীয় ম্যাচটি নির্ধারিত ২৩ তারিখে অনুষ্ঠিত হবে।
ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সবগুলো ম্যাচ শুরু হবে দুপুর দেড়টায়।
পরদিন টি-টোয়েন্টি সিরিজ খেলতে চট্টগ্রামে যাবে দু’দল। সেখানে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেনেন্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে।
এই সিরিজের প্রথম ও দ্বিতীয় ম্যাচের দিনক্ষণে পরিবর্তন আনা হয়েছে। ২৬ ও ২৮ অক্টোবরের বদলে প্রথম ও দ্বিতীয় টি-টোয়েন্টি মাঠে গড়াবে যথাক্রমে ২৭ ও ২৯ অক্টোবর। ৩১ তারিখ হবে সিরিজের শেষ ম্যাচ। সবগুলো ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়। সিরিজ শেষে ১ নভেম্বর দেশ ছাড়বে ক্যারিবিয়ানরা।