শিরোনাম
◈ ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হলো বাংলাদেশ ◈ নতুন ২ জাতীয় দিবসে ছুটি থাকবে? যা জানাগেল ◈ অর্থনৈতিক সহযোগিতা জোরদারে বাংলাদেশের পাশে থাকতে চায় জার্মানি ◈ জাতীয় নির্বাচনকে ভিন্ন খাতে নিতে ‘গভীর ষড়যন্ত্র’ চলছে : মির্জা ফখরুল ◈ বাংলা‌দেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচিতে পরিবর্তন ◈ ভারতের নাগরিকত্ব নিতে চলেছেন পাকিস্তানের সা‌বেক ক্রিকেটার দানিশ কানেরিয়া? ◈ অবৈধ অভিবাসীদের তাড়িয়ে দিলে অ্যামেরিকার লাভ না ক্ষতি? ◈ দেশের বিরুদ্ধে আগ্রাসনের চেষ্টা চালাচ্ছে ৩ পরাশক্তি: সালাহউদ্দিন আহমদ ◈ শাপলা ছাড়া অন্য প্রতীক পছন্দ করা সম্ভব নয়, ইসিকে এনসিপি ◈ চীনা প্রযুক্তিই গেমচেঞ্জার’— ভারতের সঙ্গে সংঘাতে পারফরম্যান্সে মুগ্ধ পাকিস্তান

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২৫, ০৮:২৫ রাত
আপডেট : ০৭ অক্টোবর, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওমান থেকে ঢাকা বিমানবন্দরে এসে বাঁশখালীর ব্যবসায়ী নাজিম উদ্দিনের রহস্যজনক মৃুত্যু

কল্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বাঁশখালীর গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা গ্রামের ওমান প্রবাসী মুহাম্মদ নাজিম উদ্দিন সিকদার (৪৫) ওমান থেকে ঢাকা বিমান বন্দরে নেমে হঠাৎ মৃত্যুবরণ করার খবর পাওয়া গেছে। নাজিম উদ্দিন সিকদার গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা সমদ আলী সিকদার পাড়ার মৃত আলহাজ্ব হাছান সিকদারের পুত্র।

সুত্রে জানা যায়,মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে তাকে দ্রুত আগারগাঁও নিউরো সায়েন্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে পারিবারিক সুত্রে জানা যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার স্বজনেরা লাশ নিতে বাঁশখালী থেকে ঢাকার পথে রয়েছে বিষয়টি নিশ্চিত করেন মৃতের ভাই হেফাজ উদ্দিন সিকদার।

স্থানীয় ও পারিবারিক সুত্রে জানা যায়,ওমান প্রবাসী নাজিম উদ্দিন সিকদার দীর্ঘ দেড় যুগ ধরে ওমান ও দুবাইয়ে ব্যবসা পরিচালনা করতেন। দুবাইয়ে তার বোরকা (গার্মেন্টস) ফ্যাক্টরি রয়েছে, যেখানে বহু বাংলাদেশি শ্রমিক কর্মরত রয়েছে। সেখানে তার স্ত্রী ও দু,সন্তানও থাকেন। এছাড়া ওমানে তাঁর একটি খাবারের হোটেলও রয়েছে। তাছাড়া বাঁশখালী প্রবাসী ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসাবে ও দায়িত্ব পালন করেন নাজিম উদ্দিন সিকদার।

ঘটনার ব্যাপারে মৃত্যুবরণকারি নাজিম উদ্দিন সিকদারের ভাই হেফাজ উদ্দিন সিকদার স্থানীয় সংবাদকর্মীদের  জানান, 'আমার ভাই নাজিম উদ্দিন প্রায়ই দেশে আসা-যাওয়া করতেন। আজ (মঙ্গলবার) সকালে দেশে আসার কথা জানালেও, কিন্তু কোন বিমানে এসেছেন তা জানা ছিল না। ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে এখন আমি ভাইয়ের মরদেহ গ্রহণের জন্য ঢাকার আগারগাঁও যাচ্ছি বলে সে জানান।'

মৃত্যুবরণকারি নাজিম উদ্দিন সিকদারের বোনের জামাই আকতার হোসেন জানান, সে স্ত্রী সহ ওমানে থাকে। বেশ কয়েকটা ব্যবসা প্রতিষ্টানের পাশাপাশি বাঁশখালী প্রবাসী ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসাবে ও দায়িত্ব পালন করে। কিভাবে ও কি কারণে তার মৃত্যু হয়েছে তা আমরা এখন ও নিশ্চিত হতে পারেনি। তার স্ত্রী সন্তান ওমান থেকে দেশে আসলে দাফন ও জানাযা সহ প্রয়োজনীয় কার্যাদি করবে বলে সে জানান।

এদিকে নাজিম উদ্দিন সিকদারের অকাল মৃত্যুতে পরিবার স্বজন ও প্রবাসীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়