শিরোনাম
◈ অবশেষে দুদকের ঘুষ বানিজ্য মামলায় গ্রেফতার হলো কাস্টমস কর্মকর্তা ◈ দিনদুপুরে প্রাইভেট কারে থাকা বিএনপি কর্মীকে এলোপাতাড়ি গুলি করে হত্যা ◈ হজের নিবন্ধন করা যাবে মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়েই  ◈ একদিনের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম ◈ ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হলো বাংলাদেশ ◈ নতুন ২ জাতীয় দিবসে ছুটি থাকবে? যা জানাগেল ◈ অর্থনৈতিক সহযোগিতা জোরদারে বাংলাদেশের পাশে থাকতে চায় জার্মানি ◈ জাতীয় নির্বাচনকে ভিন্ন খাতে নিতে ‘গভীর ষড়যন্ত্র’ চলছে : মির্জা ফখরুল ◈ বাংলা‌দেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচিতে পরিবর্তন ◈ ভারতের নাগরিকত্ব নিতে চলেছেন পাকিস্তানের সা‌বেক ক্রিকেটার দানিশ কানেরিয়া?

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২৫, ০৮:৪০ রাত
আপডেট : ০৮ অক্টোবর, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপে পুরুষ ও নারী বিভা‌গের ফাইনালে স্বাগতিক গোপালগঞ্জ

স্পোর্টস ডেস্ক : তারুণ্যের উৎসব উপলক্ষে আয়োজিত জাতীয় কাবাডি (পুরুষ ও নারী) চ্যাম্পিয়নশিপে মধুমতি জোনে দারুণ সাফল্য দেখিয়েছে স্বাগতিক গোপালগঞ্জ। তারা পুরুষ ও নারী উভয় বিভাগের ফাইনালে উঠেছে। 

বাংলাদেশ ন্যাশনাল কাবাডি একাডেমিতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় গোপালগঞ্জ পুরুষ বিভাগের প্রথম সেমিফাইনালে বড় ব্যবধানে ফরিদপুরকে হারিয়ে শিরোপা লড়াইয়ের মঞ্চে পৌঁছায়।

পুরুষ বিভাগে সোমবার দিনের প্রথম সেমিফাইনালে গোপালগঞ্জ তাদের দাপট ধরে রেখে ফরিদপুরকে হারিয়ে দেয়। খেলার ফল ছিল ৪৮-১৬ পয়েন্টের বিশাল ব্যবধান। পুরো ম্যাচে গোপালগঞ্জের খেলোয়াড়রা একচেটিয়া প্রাধান্য বিস্তার করে।

এ' গ্রুপ থেকে গোপালগঞ্জ চ্যাম্পিয়ন ও নারায়ণগঞ্জ রানার্সআপ হয়ে সেমিফাইনালে এসেছিল। অন্যদিকে, 'বি' গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা এবং রানার্সআপ ফরিদপুর। 

সেমিফাইনালে ওঠার আগে আজকের খেলায় নারায়ণগঞ্জ শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ৩৫-৩০ পয়েন্টে মাগুরাকে পরাজিত করে এবং ঢাকা ৬০-১৯ পয়েন্টের বড় ব্যবধানে শরীয়তপুরকে হারায়।

মধুমতি জোনে নারী বিভাগেও ফাইনালে উঠেছে গোপালগঞ্জ। চারটি দলের মধ্যে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলা হয়। লিগের সেরা হয়ে ফাইনালে আসে গোপালগঞ্জ, আর রানার্সআপ হিসেবে ফাইনালে জায়গা করে নেয় ফরিদপুর। 

লিগ পর্বের সোমবা‌রের খেলায় গোপালগঞ্জ ২৮-২৬ পয়েন্টে ফরিদপুরকে পরাজিত করে। দিনের অন্য ম্যাচে নারায়ণগঞ্জ ৫৮-১৪ পয়েন্টের বিশাল ব্যবধানে শরীয়তপুরের বিপক্ষে জয়লাভ করে। মধুমতি জোনের পুরুষ ও নারী উভয় বিভাগের ফাইনাল ম্যাচ মঙ্গলবার (৭ অ‌ক্টোবর) অনুষ্ঠিত হবে।

একই ভেন্যুতে আজ থেকে শুরু হয়েছে ধানসিঁড়ি জোনের খেলা। প্রথম ম্যাচে বরিশাল ৪৬-৩৪ পয়েন্টে বগুড়াকে হারায়। দ্বিতীয় খেলায় মাদারীপুর ৫৪-৪৪ পয়েন্টে জয়লাভ করে ঝালকাঠির বিপক্ষে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়