দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদের বহুল আলোচিত নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। সোমবার (৬ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত চলে নির্বাচনের ভোটগ্রহণ। এবার ফলাফল জানার অপেক্ষায় প্রার্থীরা।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, বিসিবির পরিচালনা পরিষদের ভোট গণনা শেষে সন্ধ্যা ৬টায় আনুষ্ঠানিকভাবে পরিচালক পদে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। এরপর সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন। পরে রাত ৯টায় সভাপতি ও সহ-সভাপতি নির্বাচনের ফলাফল প্রকাশ করা হবে।
বিসিবিতে মোট ২৫ জন পরিচালক তিনটি ক্যাটাগরি থেকে আসেন। ক্যাটাগরি-১–এ সাতটি বিভাগীয় ক্রিকেট সংস্থা থেকে ১০ জন পরিচালক নির্বাচিত হন। ঢাকা, চট্টগ্রাম ও খুলনা—এই তিনটি বিভাগ থেকে দুজন করে ও রাজশাহী, রংপুর, বরিশাল, সিলেট বিভাগ থেকে একজন করে পরিচালক নির্বাচিত হন।
ক্যাটাগরি-২ থেকে ঢাকা মহানগরের ক্লাবগুলোর প্রতিনিধিদের মধ্যে থেকে ১২ জন ও ক্যাটাগরি-৩–এ সাবেক অধিনায়ক, ক্রিকেটার ও কয়েকটি সংস্থার প্রতিনিধিদের মধ্য থেকে ১ জন পরিচালক নির্বাচিত হন। এই ২৩ জন পরিচালকের সঙ্গে দুজনকে সরাসরি পরিচালক মনোনীত করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।
ক্যাটাগরি-১ থেকে আগেই ১০ পরিচালকের মধ্যে ৬ জনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। তারা হলেন খুলনা থেকে আবদুর রাজ্জাক ও জুলফিকার আলী খান, সিলেট থেকে রাহাত সামস্, বরিশাল থেকে শাখাওয়াত হোসেন এবং চট্টগ্রাম থেকে সংগীতশিল্পী আসিফ আকবর ও আহসান ইকবাল চৌধুরী।
এদিকে জামালপুর জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর আবদুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান সরে দাঁড়ানোয় ঢাকা বিভাগ থেকে বর্তমান বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও পরিচালক নাজমুল আবেদীন ফাহিম বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন। শুধু রাজশাহী ও রংপুর বিভাগের পরিচালক নির্বাচিত হবেন।
ক্যাটাগরি-২ তেও ঢাকা মহানগরীর ক্লাব থেকে অলিখিতভাবেই নির্বাচিত ছিলেন ১২ পরিচালক। কেননা, তামিম ইকবালপন্থীরা শেষমুহূর্তে সরে দাঁড়ানোর জৌলুস হারিয়ে সহজ অঙ্কে রূপ নিয়েছিল নির্বাচন। তাই, নির্বাচন কমিশনারের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় আছেন গ্রিন সিগন্যাল পাওয়া পরিচালক প্রার্থীরা।
ক্যাটাগরি–৩ এর একটি পরিচালক পদের জন্য লড়বেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ ও ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সাবেক সাধারণ সম্পাদক দেবব্রত পাল। এই ক্যাটাগরির আরেক প্রার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর সিরাজউদ্দীন মো. আলমগীর আগেই মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
অন্যদিকে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) সরাসরি আরও দুজন পরিচালক মনোনীত করবে। সব মিলিয়ে ২৫ জন পরিচালক নিয়ে গঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন পরিচালনা পর্ষদ। এসব পরিচালকরা ভোটের মাধ্যমে বিসিবি সভাপতি ও দুজন সহ-সভাপতি নির্বাচিত করবেন।