শিরোনাম
◈ ইয়েমেন থেকে শক্তিশালী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, বন্ধ ইসরাইলি বিমানবন্দর ◈ পুলিশ কর্মকর্তা শামিমের ওপর চাঁদাবাজদের হামলা, গ্রেফতার ৭ ◈ ভেনিজুয়েলাকে ঘি‌রে ফে‌লে‌ছে আ‌মে‌রিকা, চারপাশে ব্যাপক সেনা মোতায়েন, পাল্টা জবাব দি‌তে প্রস্তুত নি‌কোলাস মাদু‌রো ◈ খুব শিগগিরই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন দেবে জাতীয় ঐকমত্য কমিশন ◈ কী হ‌বে আজ? বাংলা‌দেশ হার‌বে না‌কি আফগানিস্তানকে হোয়াইটওয়াশ কর‌বে ◈ এবার প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকি, থানায় জিডি ◈ জওহরলাল নেহরু স্টেডিয়া‌মে কুকুর, কামড় দি‌লো দুই বি‌দে‌শি কোচ‌কে, আতঙ্ক বিশ্ব প্যারা অ্যাথলেটিক্সে! ◈ শেরপুরে ৫ উপজেলায়  এক পৌরসভায় জামায়াতের প্রার্থী ঘোষণা ◈ পাচার করা হবে এমন তরুণীদের পাসপোর্ট করা হয় মাত্র ৪ ঘণ্টায়! ◈ ইং‌লিশ লি‌গে জয়ে ফিরলো ম্যান‌চেস্টার ইউনাইটেড

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২৫, ১০:৪৪ দুপুর
আপডেট : ০৫ অক্টোবর, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

এ‌সি‌সি সভাপ‌তির পাশে দাঁড়িয়ে ভারতকে তীব্র কটাক্ষ পা‌কিস্তা‌নের সা‌বেক ক্রিকেটারের

স্পোর্টস ডেস্ক : মহসিন নকভির হাত থেকে এশিয়া কাপের ট্রফি নেয়নি ভারত। আর নকভিও ভারতের হাতে ট্রফি তুলে দেননি। আর তিনি সেটা ঠিকই করেছেন। 

প্রতিযোগিতা শেষ হওয়ার ছ’দিন পর এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতির পাশে দাঁড়ালেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ ইউসুফ। সমালোচনা করেছেন ভারতেরও। একই সঙ্গে মহিলাদের এক দিনের বিশ্বকাপে ভারত–পাকিস্তান ম্যাচের আগে নতুন করে বিতর্কে ইন্ধন দিয়েছেন ইউসুফ। --- আজকাল

নকভি এসিসি সভাপতির পাশাপাশি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যানও। তিনি পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রীও। 

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রতিবাদে তাঁর হাত থেকে ট্রফি নিতে অস্বীকার করেন সূর্যকুমার যাদবরা। অন্য দিকে, নকভিও নিজে ট্রফির দেওয়ার সিদ্ধান্তে অনড় থাকেন। এশিয়া কাপ ফাইনাল শেষ হওয়ার পর দীর্ঘ সময় পরও সমস্যার সমাধান হয়নি। শেষ পর্যন্ত ভারতীয় দলকে ট্রফি না দিয়ে সেটি নিজের হোটেলে নিয়ে চলে যান নকভি। 

এই ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়তে হয় এসিসি সভাপতিকে। সংস্থার বৈঠকেও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রতিনিধিরা কোণঠাসা করেন তাঁকে। শেষ পর্যন্ত তাঁর পাশে দাঁড়ালেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার।

 পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ইউসুফ বলেছেন, ‘চেয়ারম্যান স্যর (নকভি) যা করেছেন, একদম ঠিক করেছেন। সঠিক অবস্থান নিয়েছেন তিনি। 

সেই সময় ভারতীয় দলের ট্রফি নেওয়া উচিত ছিল। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) এবং এসিসির নিয়ম অনুযায়ী নকভি মঞ্চে ছিলেন। কারণ চেয়ারম্যান স্যরই এখন এসিসির প্রধান। চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেওয়ার অধিকার তাঁরই।’

নকভির পাশে দাঁড়িয়ে ভারতের সমালোচনাও করেছেন ইউসুফ। তিনি বলেছেন, ‘ওরা (ভারত) ফাইনালের পর ট্রফি নিল না। 

তা হলে এখন ট্রফি পাওয়ার জন্য এত তাড়া কিসের? যদি ওদের ট্রফি নেওয়ার ইচ্ছা থাকে, তাহলে নকভি স্যরের দপ্তরে গিয়ে ট্রফি নেওয়া উচিত।’ সুর চড়িয়ে ইউসুফ আরও বলেছেন, ‘মাঠে ওরা নাটক করতেই ব্যস্ত ছিল। সে দিন ওদের দেখে সেটাই মনে হয়েছে। ওরা নিশ্চয়ই অভিনয় জগত থেকে আসেনি। এটা খেলা। এটা ক্রিকেট। মাঠটা নাটক করার জায়গা নয়। 

মাঠের নায়ক হওয়া আর সিনেমার নায়ক হওয়ার মধ্যে কোনও মিল নেই। দুটো আলাদা জিনিস। ওরা পেশাদার ক্রিকেট খেলতে এসেছিল বলেই মনে হয়। তা হলে তখন ট্রফি না নিয়ে এখন কেন চাইছে?

এশিয়া কাপের সময় ইউসুফ নিজেও বিতর্কে জড়িয়েছিলেন সূর্যকুমার যাদবের সমালোচনা করে। নিজের সেই অবস্থান থেকে সরতে নারাজ পাকিস্তানের প্রাক্তন ব্যাটার। মহিলাদের ভারত–পাকিস্তান ম্যাচের আগে এশিয়া কাপের বিতর্ক আবার উস্কে দিলেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়