শিরোনাম
◈ উত্তাল সমুদ্র থেকে শহিদুল আলমের স্ট্যাটাস: ইসরায়েলি হামলার শঙ্কা পেরিয়ে গাজার পথে অটল অভিযাত্রা ◈ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, ১০ জেলায় ঝড়ের আশঙ্কা ◈ ইসরায়েলি হুঁশিয়ারি উপেক্ষা করে ফ্লোটিলার প্রথম জাহাজ গাজার জলসীমায় প্রবেশ ◈ যেভাবে সুমুদ ফ্লোটিলা থেকে ৩৭ দেশের ২০১ অভিযাত্রী আটক হয়, জানা গেল জাতীয়তা (ভিডিও) ◈ গ্লোবাল সুমুদ ফ্লোটিলা কী, কেন এটি এত আলোচনার কেন্দ্রবিন্দু? ◈ নিউইয়র্কে ২০ তলা আবাসিক ভবন ধসে পড়‌লো ◈ নারী বিশ্বকাপ: বিকা‌লে বাংলা‌দেশ- পাকিস্তান মুখোমুখি  ◈ গাজায় যুদ্ধ বন্ধে ডোনাল্ড ট্রা‌ম্পের প‌রিকল্পনায় উভয় সংকটে নেতানিয়াহু? ◈ আ‌মে‌রিকা সরকা‌রের ‌বেতনভুক্ত দেড় লা‌খের বে‌শি কর্মচারী চাকরী ছে‌ড়ে দি‌লেন ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে আর্সেনালের ২ গো‌লে জয়, মোনাকোর কা‌ছে হোঁচট খে‌লো ম‌্যান‌চেস্টার সি‌টি

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২৫, ১১:২৪ দুপুর
আপডেট : ০২ অক্টোবর, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

রা‌তে সি‌রি‌জের প্রথম ম‌্যা‌চে বাংলা‌দেশ-আফগা‌নিস্তান মু‌খোমু‌খি

নিজস্ব প্রতি‌বেদক : সদ‌্য সমাপ্ত এ‌শিয়া কা‌পের ফাইনা‌লে খেলার স্বপ্নপূরণ হয়‌নি বাংলা‌দে‌শের। খেলা শেষ হ‌লেও দল দে‌শে ফি‌রে আ‌সে‌নি। টাইগাররা সেখা‌নে তিন ম‌্যা‌চের টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ খেল‌বে আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে। আজ বৃহস্প‌তিবার রাত ৯টায় দুই দ‌লের প্রথম ম‌্যাচ।

এর আগে বুধবার (১ অ‌ক্টোবর) ট্রফি উন্মোচন ও সিরিজ পূর্ববর্তী সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
লিটন দা‌সের অনুপস্থিতি এশিয়া কাপে সুপার ফোরের শেষ দুই ম্যাচে দলকে নেতৃত্ব দেন জাকের। সেবারই প্রথম কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেটে কোনো দলকে নেতৃত্ব দিয়েছিলেন এই উইকেটকিপার-ব্যাটার।

এশিয়ার শ্রেষ্ঠত্বের আসরের জন্য নেওয়া প্রস্তুতির সঙ্গে আফগান সিরিজেরও প্রস্তুতি সেরে নেওয়া হয়েছে জানিয়ে জাকের বলেন, এশিয়া কাপের আগেই জানতাম আফগানিস্তানের সাথে সিরিজ আছে। তাই এই সিরিজের প্রস্তুতিও ছিল। এশিয়া কাপে ভালো কিছু ম্যাচ খেলেছি। ফলাফল হয়ত পক্ষে আসেনি। এখন সব মনোযোগ এই সিরিজেই।

লিটনকে ছাড়া ভারত ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দুটোয় বাংলাদেশকে নেতৃত্ব, কিপিং ও ব্যাটিং – তিন ক্ষেত্রেই ভুগতে দেখা যায়। তার না থাকাটা যে দলের জন্য বড় ধাক্কা ছিল, সেটি স্বীকার করে নিয়েছেন জাকের। ত‌বে আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে সি‌রিজ জ‌য়ের ব‌্যাপা‌রে দৃঢ় প্রত‌্যয়ী জা‌কের আ‌লি। 

ব্যাটিংয়ে উন্নতির লক্ষ্য নিয়ে জাকের বলেছেন, 'চ্যালেঞ্জ বলতে নির্দিষ্ট দিনে ভালো খেলতে হবে। আগের সিরিজে আমরা অবশ্যই দল হিসেবে ভালো খেলতে পারিনি। তাই আমাদের মূল পরিকল্পনা থাকবে ব্যাটিং ইউনিট হিসেবে ভালো পারফরম্যান্স করা। যেহেতু এশিয়া কাপেও ব্যাটিংয়ের কারণে আমাদের ভুগতে হয়েছে, তাই ব্যাটিং ইউনিটের দিকেই সবচেয়ে বেশি মনোযোগ দেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়