নিজস্ব প্রতিবেদক : সদ্য সমাপ্ত এশিয়া কাপের ফাইনালে খেলার স্বপ্নপূরণ হয়নি বাংলাদেশের। খেলা শেষ হলেও দল দেশে ফিরে আসেনি। টাইগাররা সেখানে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তানের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার রাত ৯টায় দুই দলের প্রথম ম্যাচ।
এর আগে বুধবার (১ অক্টোবর) ট্রফি উন্মোচন ও সিরিজ পূর্ববর্তী সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
লিটন দাসের অনুপস্থিতি এশিয়া কাপে সুপার ফোরের শেষ দুই ম্যাচে দলকে নেতৃত্ব দেন জাকের। সেবারই প্রথম কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেটে কোনো দলকে নেতৃত্ব দিয়েছিলেন এই উইকেটকিপার-ব্যাটার।
এশিয়ার শ্রেষ্ঠত্বের আসরের জন্য নেওয়া প্রস্তুতির সঙ্গে আফগান সিরিজেরও প্রস্তুতি সেরে নেওয়া হয়েছে জানিয়ে জাকের বলেন, এশিয়া কাপের আগেই জানতাম আফগানিস্তানের সাথে সিরিজ আছে। তাই এই সিরিজের প্রস্তুতিও ছিল। এশিয়া কাপে ভালো কিছু ম্যাচ খেলেছি। ফলাফল হয়ত পক্ষে আসেনি। এখন সব মনোযোগ এই সিরিজেই।
লিটনকে ছাড়া ভারত ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দুটোয় বাংলাদেশকে নেতৃত্ব, কিপিং ও ব্যাটিং – তিন ক্ষেত্রেই ভুগতে দেখা যায়। তার না থাকাটা যে দলের জন্য বড় ধাক্কা ছিল, সেটি স্বীকার করে নিয়েছেন জাকের। তবে আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ জয়ের ব্যাপারে দৃঢ় প্রত্যয়ী জাকের আলি।
ব্যাটিংয়ে উন্নতির লক্ষ্য নিয়ে জাকের বলেছেন, 'চ্যালেঞ্জ বলতে নির্দিষ্ট দিনে ভালো খেলতে হবে। আগের সিরিজে আমরা অবশ্যই দল হিসেবে ভালো খেলতে পারিনি। তাই আমাদের মূল পরিকল্পনা থাকবে ব্যাটিং ইউনিট হিসেবে ভালো পারফরম্যান্স করা। যেহেতু এশিয়া কাপেও ব্যাটিংয়ের কারণে আমাদের ভুগতে হয়েছে, তাই ব্যাটিং ইউনিটের দিকেই সবচেয়ে বেশি মনোযোগ দেয়া হবে।