স্পোর্টস ডেস্ক : বিসিবি নির্বাচনের পরিচালক পদের জন্য রোববার (২৮ সেপ্টেম্বর) মনোনয় জমা দেওয়ার শেষ সময় ছিল ৫টা পর্যন্ত। মনোনয়ন নিয়েছিলেন ৬০ জন কাউন্সিল, তবে জমা দিয়েছেন ৫১ কাউন্সিলর। আজ (সোমবার) যাছাই-বাছাই শেষে ৩টি মনোনয়ন অবৈধ বলে জানিয়েছে নির্বাচন কমিশন। সব মিলিয়ে ৪৮ মনোনয়ন বৈধ।
ঢাকা বিভাগ থেকে আব্দুল্লাহ ফুয়াদ রেদোয়ানের মনোনয়ন অবৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আর তাতেই কপাল খুলেছে আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদীন ফাহিমের। বিনা প্রতিদ্বন্দ্বীতায় পরিচালক হতে যাচ্ছেন তারা।
এছাড়াও বাতিল হওয়া দুটির মধ্যে একটি চট্টগ্রাম বিভাগের চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা। আরেকটি রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার মনোনয়ন।
যাদের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে। তারা তফশিল অনুযায়ী আগামীকাল আপত্তি জানাতে পারবে। তারা যদি আবেদন করেন তাহলে শুনানি করে সিদ্ধান্ত দেবে নির্বাচন কমিশন।
এর আগে জেলা ও বিভাগীয় সংস্থার ক্যাটাগরি ১-এ মনোনয়নপত্র বিক্রি হয়েছিল ২৮টি, জমা পড়েছে ১৮টি। এর মধ্যে ঢাকা বিভাগে ৩টি, চট্টগ্রামে ৪, খুলনায় ২, রাজশাহীতে ৪, রংপুরে ৩, সিলেটে ১, বরিশালে ১টি।