শিরোনাম
◈ নতুন প্রজ্ঞাপন: বেসরকারি খাতের বৈদেশিক ঋণও থাকবে কেন্দ্রীয় নজরে ◈ জুলাই গণঅভ্যুত্থানে ঢাকায় ছোড়া হয় ৯৫ হাজার রাউন্ড গুলি: তদন্ত কর্মকর্তার সাক্ষ্য ◈ ৪৮তম বিশেষ বিসিএস: ২১ চিকিৎসকের সুপারিশ স্থগিত, দুজনের প্রার্থিতা বাতিল ◈ ভারত ও আওয়ামী লীগের দুজেনেরই ক্ষতি হয়েছে, বললেন মির্জা ফখরুল (ভিডিও) ◈ নতুন নির্দেশনা জারি স্কুল-কলেজে কর্মচারী নিয়োগে ◈ গাজীপুরে বিশ্বের সবচেয়ে বড় গ্রাউন্ড স্টেশন বসাচ্ছে স্টারলিংক, ইন্টারনেট সেবা দিতে চায় পার্শ্ববর্তী দেশেও ◈ শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ ঠেকাতে দুই অ্যাপ বন্ধের চিন্তা ◈ সাকিব আল হাসানের বিরুদ্ধে মানিলন্ডারিং ও অবৈধ সম্পদ অনুসন্ধানে নতুন কর্মকর্তা নিয়োগ দিল দুদক ◈ বিশ্ববিদ্যালয়গুলোতে শিবিরের জয় রাজনীতিতে নবধারা সৃষ্টি করেছে ◈ জাতীয় বেতন কমিশনের ৪ প্রশ্নমালা, মতামত দেওয়া যাবে অনলাইনে

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:৪১ বিকাল
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ভারতীয় দল ক্রিকেটকেই অপদস্ত অসম্মান করছে: পাকিস্তান অধিনায়ক

স্পোর্টস ডেস্ক : ফাইনালের লড়াই শেষে সবাই তখন অপেক্ষায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হওয়া নিয়ে। কিন্তু দীর্ঘ অপেক্ষার পর যখন এই অনুষ্ঠান শুরু হলো তখন জানা গেল, চ্যাম্পিয়ন দল হিসেবে এশিয়া কাপের শিরোপা নেবে না ভারতীয় দল। আর ম্যাচ শেষে টুর্নামেন্ট জুড়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের কর্মকাণ্ডের সমালোচনা করেছেন সালমান আলী আগা। পাকিস্তান অধিনায়কের মতে, ভারত ক্রিকেটকেই অসম্মান করেছে। অলআউট স্পোর্টস

রোববার দুবাইয়ে ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে এশিয়া কাপের নবম শিরোপা জেতে ভারত।
গ্রুপ পর্ব ও সুপার ফোর পর্বের ম্যাচের মতো এদিনও টসের সময় পাকিস্তান অধিনায়ক সালমান ও ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব হাত মেলাননি। ম্যাচের পরও হাত মেলাতে দেখা যায়নি দুই দলের ক্রিকেটারদের। টুর্নামেন্টে নিজেদের মধ্যে প্রথম ম্যাচে ভারতের খেলোয়াড়দের হাত মেলাতে অনীহার পর থেকে এর সূত্রপাত।

ফাইনালে এই ঘটনার চূড়ান্ত রূপ দেখা গেল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। ম্যাচ শেষে হওয়ার দেড় ঘণ্টার বেশি সময় পর শুরু হয় এই অনুষ্ঠান। তবে সেখানে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান মহসিন নাকভির কাছ থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় ভারত দল। শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন দলকে ট্রফি আর মেডেল দেওয়া হয়নি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সালমান বলেন, “ভারত এই টুর্নামেন্টে যা করেছে, তা খুবই হতাশাজনক। হাত না মিলিয়ে তারা আমাদেরকে অসম্মান করছে না, ক্রিকেটকেই অসম্মান করছে। আজকে তারা যা করেছে, কোনো ভালো দল এসব করে না (মহসিনের হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানানো)।

আমরা ট্রফি নিয়ে পোজ দিতে গিয়েছিলাম, কারণ নিজেদের দায়িত্ব পালন করতে চেয়েছি আমরা। আমরা সেখানে ছিলাম ও আমাদের মেডেল নিয়েছি। খুব কঠিন ভাষা ব্যবহার করতে চাই না, তবে তারা খুবই অসম্মানজনক আচরণ করেছে।

পাকিস্তান অধিনায়কের মতে, ওপরের নির্দেশনা মেনেই এসব করেছেন সূর্যকুমার।

“টুর্নামেন্টের শুরুতে সে ব্যক্তিগতভাবে আমার সঙ্গে হাত মিলিয়েছে। টুর্নামেন্ট পূর্ব সংবাদ সম্মেলনে এবং ম্যাচ রেফারির সভায় সে হাত মিলিয়েছে। কিন্তু যখন তারা টিভি ক্যামেরায় গোটা দুনিয়ার সামনে এসেছে, তখন হাত মেলায়নি। আমি নিশ্চিত, তাকে যে নির্দেশনা দেওয়া হয়েছে, সেটিই সে মেনে চলেছে।

এই ধরনের কিছু জীবনে প্রথম দেখলাম। এই টুর্নামেন্টে যা যা হলো, সবকিছুই ক্রিকেটের জন্য খারাপ। আশা করি, একটা পর্যায়ে এসব থামবে, কারণ ক্রিকেটের জন্য এগুলো ভালো নয়। আজকে যা যা হয়েছে, সবকিছুই আগের ঘটনাপ্রবাহের ফল। জয়ী দলকে ট্রফি দেবে তো এসিসি সভাপতিই। তার কাছ থেকে ট্রফি না নিলে কার থেকে  নেবেন?

টুর্নামেন্টজুড়ে যা যা হয়ে এইসব ঘটনার দায় পুরোটা ভারতের ওপর চাপিয়ে পাকিস্তান অধিনায়ক বলেন, “যা হয়েছে, অবশ্যই তা উচিত হয়নি। তবে এসবের দায় যাদের (ভারতীয় দল) তাদেরকেই জিজ্ঞেস করা উচিত, আমাকে নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়