স্পোর্টস ডেস্ক : যাবতীয় বিতর্কের পর এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান। এই নিয়ে তৃতীয়বার। দুবাইয়ে এশিয়া কাপের ফাইনাল মুখোমুখি ভারত-পাকিস্তান। বৃহস্পতিবার কার্যত সেমিফাইনালে বাংলাদেশকে ১১ রানে হারিয়ে ফাইনালের ছাড়পত্র সংগ্রহ করে পাকিস্তান। প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৩৫ রান তোলে পাকিস্তান। শাহিন আফ্রিদি এবং হ্যারিস রউফের দাপটে শেষ হয়ে যায় বাংলাদেশ। -- আজকাল
জয়ের পর স্ট্যান্ডে পাকিস্তানের ফ্যানদের সঙ্গে হাত মেলান হ্যারিস রউফ। সেখানে আবেগতাড়িত হয়ে পড়ে ফ্যানরা। সেখানে যেনতেন প্রকারণে ভারতকে হারানোর অনুরোধ করেন একজন সমর্থক।
জয়ের পর পাকিস্তানের সমর্থকের সঙ্গে আলাদা করে কথা বলেন হ্যারিস রউফ। ভারতকে হারানোর অনুরোধ জানান সমর্থকরা। একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে কান্নায় ভেসে যান এক সমর্থক। তাঁকে বলতে শোনা যায়, 'বদলা নিতে হবে। ভারতকে ছেড়ে দেওয়া যাবে না। ভগবানের দিব্যি।' হ্যারিস রউফ সমর্থকদের উদ্দেশে ফ্লায়িং কিস ছুড়ে দেয়।
এশিয়া কাপে প্রচুর সমালোচনার মুখে পড়ে রউফ। ভারতের বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচে বিভিন্ন অঙ্গভঙ্গি করে সমালোচনার মুখে পড়েন পাকিস্তানের বোলার।
এশিয়া কাপে ভারত-পাকিস্তানের মধ্যে প্রথম ম্যাচ শান্তিপূর্ণ হলেও, সুপার ফোরে প্রতিদ্বন্দ্বিতা শুধুমাত্র বাইশ গজে সীমিত থাকেনি। শাহিবজাদা ফারহান এবং হ্যারিস রউফের আচরণ নিয়ে তোলপাড় হয়ে যায় সোশ্যাল মিডিয়া। পাকিস্তানের দুই প্লেয়ারের কাণ্ডকারখানার সমালোচনা করেন ক্রিকেট পণ্ডিতরা। এশিয়া কাপে ভারতের কাছে পরপর দুটো ম্যাচে হেরেছে পাকিস্তান। আবার টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। রোববার ভারতকে হারানোর বিষয়ে আত্মবিশ্বাসী পাকিস্তান।