স্পোর্টস ডেস্ক : কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান এশিয়া কাপের সুপার ফোর পর্বের প্রথম ম্যাচেই সাকিবকে ছুঁয়ে ফেলেন। টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে ১২৯ ম্যাচে ১৪৯ উইকেট শিকার করেছেন সাকিব আল হাসান। গত ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৩ উইকেট নিয়ে সাকিবের পাশে বসেছিলেন মোস্তাফিজ। আজ ভারতের বিপক্ষে সূর্যকুমার যাদবকে আউট করে সাকিবকে পেছনে ফেলেন তিনি।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটশিকারির হাতছানি নিয়ে আজ ভারতের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। ইনিংসের ১২তম ওভারে বল করতে আসেন মোস্তাফিজ। কিছুটা শর্ট লেংথের বল পুল করতে গিয়ে উইকেটের পেছনে থাকা জাকের আলীর হাতে ক্যাচ দেন সূর্যকুমার যাদব।
জোরালো আবেদন করলেও আম্পায়ার তাতে সাড়া দেননি। পরে রিভিউ নিয়ে সফল হয় বাংলাদেশ। আর নিজের ১১৮তম টি-টোয়েন্টিতেই দেড়শ উইকেটের মাইলফলক ছুঁয়ে ফেলেন বাঁহাতি এই পেসার।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে ইতোমধ্যেই বিদায় জানিয়েছেন সাকিব। তাই এই ফরম্যাটে আর উইকেট পাওয়ার সুযোগ নেই তার। সেক্ষেত্রে, এটা অনুমান করাই যায় যে খুব শীঘ্রই টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে দেশের সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় শীর্ষে উঠতে যাচ্ছেন মোস্তাফিজ। তবে তার জন্য ফিজকে খুব বেশি সময় অপেক্ষা করতে হলো না।
টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট পাওয়াদের তালিকায় সাকিব-মোস্তাফিজের পরে আছেন তাসকিন আহমেদ। ৮১ ম্যাচে ৯৯ উইকেট এই পেসারের। তালিকায় চারে থাকা শেখ মেহেদীর উইকেট ৬৬ ম্যাচে ৬১টি। পাঁচে থাকা শরিফুল ইসলাম ৫৪ ম্যাচে পেয়েছেন ৫৮ উইকেট।