শিরোনাম
◈ ফিলিস্তিনকে স্বীকৃতি: বিশ্বকে যে বার্তা দিলো সৌদি আরব ◈ ইসরায়েল-তুরস্ক সংঘাতের সম্ভাবনা: গোপন অভিযান, প্রক্সি যুদ্ধ ও আঞ্চলিক জোটের কৌশল ◈ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটার দাবিতে অনির্দিষ্টকালের ‘কমপ্লিট শাটডাউন’, উপ-উপাচার্য হেনস্তার ঘটনায় উত্তেজনা ◈ এনসিপিসহ আরও যে ৬ রাজনৈতিক দল নিবন্ধন পেতে যাচ্ছে ◈ কোন উ‌দ্দে‌শে গণঅধিকার পরিষদ ও এনসিপি এক দলে পরিণত হতে চাইছে ◈ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে ইসরায়েল কেন ভয় পাচ্ছে? ট্রা‌ম্পের চা‌পে স্বীকৃ‌তি প্রত‌্যাহার কর‌তে পা‌রে ইউ‌রো‌পের দেশগু‌লো ◈ মুস্তাফিজ ও হৃদয়ের প্রশংসায় পা‌কিস্তা‌নের  মিসবাহ, শো‌য়েব মালিক ও গুল ◈ পাকিস্তানের কাছে হেরে ফাইনা‌লে খেলা হ‌লো না বাংলাদেশের  ◈ ইং‌লিশ লি‌গের হাই‌ভো‌ল্টেজ ম‌্যা‌চে ড্র মে‌নেই মাঠ ছাড়‌লো ম‌্যানসিটি ও আর্সেনাল ◈ বেনাপোল বন্দরে ভোগ্য পণ্যের বানিজ্য ঘাটতি ৭৩ হাজার মেট্রিক টন

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৫, ১১:২৮ দুপুর
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইং‌লিশ লি‌গের হাই‌ভো‌ল্টেজ ম‌্যা‌চে ড্র মে‌নেই মাঠ ছাড়‌লো ম‌্যানসিটি ও আর্সেনাল

স্পোর্টস ডেস্ক : ইং‌লিশ প্রিমিয়ার লি‌গে রোববার (২১ সেপ্টেম্বর) রাতে ঘরের মাঠে ম্যাচের ৯ মিনিটে হাল্যান্ডের গো‌লে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। নিজেদের অর্ধে বল পেয়ে সতীর্থকে বাড়িয়ে দেন হাল্যান্ড। টিয়ানি রেইন্ডার্সের কাছ থেকে ডি বক্সের মাথায় বল পেয়ে একটু এগিয়ে আড়াআড়ি শটে জাল খুঁজে নেন নওরেজিয়ান এই তারকা। 

চলতি মৌসুমে ওপেন প্লেতে এই প্রথম গোল হজম করল আর্সেনাল। ২০২৪ সালের সেপ্টেম্বরের পর এই প্রথম প্রিমিয়ার লিগের কোনো ম‍্যাচে এতো আগে গোল হজম করলো গানার্সরা। 

৩২তম মিনিটে প্রথম গোলের জন‍্য কোনো শট নিতে পারে আর্সেনাল। ননি মাদুয়েকে হেড রাখতে পারেননি লক্ষ‍্যে। ২০২১ এপ্রিলের পর এই প্রথম প্রিমিয়ার লিগের কোনো ম‍্যাচে প্রথম আধ ঘণ্টায় গোলের জন‍্য কোনো শট নিতে পারল না তারা। 
 
১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় আর্সেনাল। তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে তারা। ৪৮তম মিনিটে একটুর জন‍্য শট লক্ষ‍্যে রাখতে পারেননি মার্তিন জুবিমেন্দি। 

একের পর এক আক্রমণের সুফল পায় অতিরিক্ত যোগ করা সময়ের তৃতীয় মিনিটে। এজের বাড়ানো বলে প্রথম স্পর্শে জাল খুঁজে নেন মার্টিনেল্লি। আর তাতেই ১-১ গোলের সমতা নিয়ে মাঠ ছাড়ে দুই দল। 
 
৫ ম‍্যাচের সবকটি জিতে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে  লিভারপুল। সমান ম‍্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছে আর্সেনাল। তাদের সমান পয়েন্ট টটেনহ‍্যাম হটস্পার ও বোর্নমাউথেরও। ৫ ম‍্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে আছে সিটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়