স্পোর্টস ডেস্ক : হোসে মরিনহো খুবই উল্লোসিত নিজ দেশের ক্লাব বেনফিকায় যোগ দিতে পেরে। আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পর্তুগিজ ক্লাব বেনফিকা।
এর আগে ২০০০ সালে এই বেনফিকা দিয়েই প্রধান কোচ হিসেবে যাত্রা শুরু করেছিলেন মরিনহো। নতুন চুক্তিতে ২০২৭ সাল পর্যন্ত ক্লাবটির ডাগআউট সামলাবেন তিনি।
প্রসঙ্গত, প্রথম দফায় বেনফিকার হয়ে ১১ ম্যাচে দায়িত্ব সামলেছিলেন মরিনহো। এরপর পোর্তোর হয়ে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে যোগ দেন ইংলিশ ক্লাব চেলসিতে। দুইটি প্রিমিয়ার লিগ জেতার পর ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদ, ম্যানইউ, টটেনহ্যামের মতো ক্লাবের ডাগআউট সামলান এই পর্তুগিজ।
সবশেষ তুর্কি ক্লাব ফেনেরবাচের দায়িত্বে ছিলেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফে বেনফিকার কাছে হারের পর ছাঁটাই হন তিনি। চাকরি হারিয়ে ফিরলেন নিজের পুরোনো ক্লাব বেনফিকায়।