স্পোর্টস ডেস্ক : নিরঙ্কুশ আধিপত্য থাকা সত্বেও জয়টা একেবারে সহজ হয়নি রিয়াল মাদ্রিদের। বলতে গেলে তাদের এই জয় পেতে প্রচুর ঘাম ঝড়াতে হয়েছে। এম বাপ্পের ক্যামিওতে জয় পেলো মাদ্রিদ। ম্যাচে তার ওভারহেড শটে আক্রমণের যে ঝড় তুলল রিয়াল মাদ্রিদ, তা চলল একেবারে শেষ পর্যন্ত।
ফিনিশিংয়ের দুর্বলতায় অবশ্য অসংখ্য সুযোগ হারাল তারা। আচমকা গোল হজম করে পিছিয়েও পড়ল, শেষ দিকে অনেকটা সময় খেলতে হলো একজন কম নিয়ে। তবে খেই না হারিয়ে প্রত্যাশিত জয়ে চ্যাম্পিয়ন্স লিগে শুভসূচনা করল রেকর্ড চ্যাম্পিয়নরা।
সান্তিয়াগো বের্নাবেউয়ে মঙ্গলবার রাতে মার্সেইয়ের বিপক্ষে ২-১ গোলে জিতেছে শাবি আলোন্সোর দল। টিম ওয়েহর গোলে পিছিয়ে পড়ার পর, জোড়া পেনাল্টি গোলে ব্যবধান গড়ে দেন এমবাপ্পে।
শুরুর দিকে বেশিরভাগ সময় পজেশন রাখার পাশাপাশি আক্রমণে একচেটিয়া আধিপত্য করে রেয়াল মাদ্রিদ। ধীরে ধীরে চিত্র বদলায়। শেষ পর্যন্ত বল দখলে রাখার হিসেবে অনেকটাই এগিয়ে যায় সফরকারীরা।
৪০ শতাংশের একটু বেশি সময় পজেশন রেখে গোলের জন্য ২৮টি শট নিয়ে ১৫টি লক্ষ্যে রাখতে পারে রিয়াল। আর মার্সেইয়ের ১৫ শটের পাঁচটি ছিল লক্ষ্যে।