শিরোনাম
◈ ভারতের সুপ্রিম কোর্টে সতর্কবার্তা: বাংলাদেশ-নেপালে তরুণদের আন্দোলনে সরকার পতনের প্রসঙ্গ টেনে বিজেপিকে হুঁশিয়ারি ◈ কাতারের পর এবার ইয়েমেনে হামলা চালাল ইসরায়েল ◈ কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীনকে সাময়িক বরখাস্ত ◈ ৯/১১ হামলার ২৪ বছর: নিহতদের স্মরণে যুক্তরাষ্ট্রে শোক ও শ্রদ্ধা ◈ ৩৩ বছর পর ভোট জাকসুতে—ভিপি, জিএস, এজিএসসহ ২৫ পদে লড়ছেন ১৭৭ প্রার্থী ◈ নরসিংদীতে তুচ্ছ ঘটনায় আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা ◈ চিঠি লিখে ভারতকে একহাত নিলেন নেপালের পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী ◈ লাইফ সাপোর্টে ফরিদা পারভীন ◈ এ‌শিয়া কাপ, ৪ ওভার ৩ বল খে‌লে আরব আ‌মিরাত‌কে হারা‌লো ভারত ◈ আগুন জ্বলে উঠতে পারে ভারতেও, শিবসেনা নেতার সতর্কতা

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:২৮ বিকাল
আপডেট : ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:২৮ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

দ‌লের সবাই শতভাগ দি‌লে এ‌শিয়া কা‌প জয় করা সম্ভব : লিটন দাস

স্পোর্টস ডেস্ক : বাংলা‌দেশ এশিয়া কাপে তিনবার ফাইনালে খেলেছে। কিন্তু কখনোই শিরোপা জেতা হয়নি। তবে এবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই সংযুক্ত আরব আমিরাতে গেছে টাইগাররা। বাংলাদেশের শিরোপা স্বপ্নে আশা যোগাচ্ছে সবশেষ তিন টি-টোয়েন্টি সিরিজ জয়।

এশিয়া কাপ শুরুর আগে অধিনায়কদের সংবাদ সম্মেলনে নিজেদের প্রস্তুতি ও লক্ষ্যের কথা জানিয়েছেন লিটন কুমার দাস। ম্যাচ জিততে হলে ক্রিকেটারদের শতভাগ দিতে হবে বলে মনে করেন টাইগার অধিনায়ক। -- ‌ডেই‌লি ক্রিকেট

লিটন বলেন, সম্প্রতি তিনটি সিরিজ আমরা খেলেছি, খুব ভালো খেলেছি। সব খেলোয়াড় খুব রোমাঞ্চিত। এশিয়া কাপে সব দলই ভালো। নিজেদের সেরাটা দিয়ে খেলতে হবে। ম্যাচ জিততে হলে শতভাগ দিতে হবে, এটাই মূল চ্যালেঞ্জ।

এশিয়া কাপে বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। যেখানে আছে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মতো কঠিন প্রতিপক্ষ। তাই অনেকেই মনে করছেন বাংলাদেশ গ্রুপ পর্বের বাধা পার হতে পারবে না। তবে কাউকে জবাব দেওয়ার পক্ষপাতী নন লিটন।

তিনি বলেন, 'না, (দেখিয়ে দেওয়ার) তাড়না বলতে কিছু নেই। সম্প্রতি ভালো ক্রিকেট খেলে এসেছি। ক্যাম্পও করেছি। এশিয়া কাপের জন্য আমরা ভালোভাবে প্রস্তুত। সবই এখানে ভালো দল। খেলাটা চ্যালেঞ্জিং হবে। চ্যালেঞ্জ নেওয়ার জন্য মুখিয়ে আছি। আমরা আমাদের শতভাগ দেওয়ার চেষ্টা করব।

অতীত ইতিহাস ভেঙে শিরোপা জিততে চান লিটন। তিনি বলেন, 'আমরা বেশ কয়েকবার রানার-আপ হয়েছি। 

এখনও চ্যাম্পিয়নশিপের স্বাদ পাইনি। অতীত তো ইতিহাস, ইতিহাস তৈরি হয় ভাঙার জন্য। আমরা ভালো খেলার চেষ্টা করব। চ্যালেঞ্জ হবে, এত সহজ হবে না। দল হিসেবে কীভাবে আরও উন্নতি করতে পারি সেই চেষ্টা করবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়