শিরোনাম
◈ হাদির জানাজা শনিবার বিকাল আড়াইটায়, বিশেষ নিরাপত্তা নির্দেশনা জারি ◈ ওসমান হাদির মরদেহ দেখার সুযোগ থাকবে না ◈ কারো নির্দেশনা বা প্ররোচনায় পা দিবেন না: ইনকিলাব মঞ্চ ◈ ঢাকার গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন ◈ কল‌ম্বিয়ায় ফুটবল ম্যাচে ভয়াবহ সহিংসতা, আহত ৫৯ ◈ সন্ত্রাসীর গু‌লি‌তে নিহত ওসমান হাদির জন‌্য বিসিবি-বাফুফের শোক ◈ সিসিইউতে বেগম জিয়া: বিশেষ চিকিৎসা দেওয়া হয়েছে, জানালেন ডা. জাহিদ ◈ দেশে পৌঁছেছে ওসমান হাদির মরদেহ, যে নির্দেশনা দিলো ইনকিলাব মঞ্চ ◈ সাংবাদিকদের পাশে থাকার আশ্বাস সরকারের, দোষীদের সর্বোচ্চ শাস্তির ঘোষণা ◈ ছায়ানট ভবনে তাণ্ডব: কার্যক্রম বন্ধ ঘোষণা (ভিডিও)

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২৫, ০৫:১৭ বিকাল
আপডেট : ১৯ ডিসেম্বর, ২০২৫, ০৫:১৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাদীর হত্যাকারীদের ভারতে আশ্রয়ের প্রতিবাদে বেনাপোল সীমান্তে বিক্ষোভ

আজিজুল হক, বেনাপোল (যশোর) প্রতিনিধি : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর হত্যাকারীদের ভারত থেকে ফেরত দেওয়ার আহবান জানিয়ে যশোরের বেনাপোল সীমান্তের শুণ্য রেখায় বিক্ষোভ করেছে ছাত্র সমাজ। এসময় প্রতিবাদী শ্লোগানে উত্তাল হয়ে ওঠে সীমান্ত এলাকা। শুণ্য রেখায় প্রবেশে বিক্ষোভকারীদের বিজিবি পুলিশ বাঁধা সৃষ্টি করলে ছাত্ররা বাঁধা এড়িয়ে প্যাছেঞ্জার টার্মিনালের সামনে এক ঘন্টা তাদের কর্মসুচী পালন করে। 

শুক্রবার সকাল ১১ টায় বিক্ষোভ মিছিলটি বেনাপোল বাজার থেকে লংমার্চ নিয়ে চেকপোষ্টে সীমান্তে পৌছায়।
এ সময় কোন প্রকারের অপ্রতিকর ঘটনা এড়াতে বিজিবি ও পুলিশ নিরাপত্তা জোরদার করে।

বিক্ষোভকারীরা বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে হাদীর হত্যাকারীদেরকে দেশে ফেরত না দিলে ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাস ঘেরাও করা হবে। তারা অভিযোগ তোলেন শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের ভারতে আশ্রয় না দেওয়ার আহবান জানান ছাত্র সমাজের নেতারা। 

বিক্ষোভে সভায় অংশগ্রহনকারী নেতাদের মধ্যে ছিলেন, প্রাক্তন শিক্ষক আব্দুল মান্নান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেনাপোল শাখার আহ্বায়ক আসাদুল্লাহ আল গালিব,সদস্য সচিব সাজেদুর রহমান শিপু,মূখ্য সংগঠক নাইমুর রহমান,যুগ্ম সদস্য সচিব রেজোয়ান হোসেন আকাশ, শার্শা আসনের এপ পি পদপ্রার্থী মুরাদ-উদ-দৌলা, জুলাই যোদ্ধা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র মুশফিকুর রহমান সাকিবসহ ছাত্রদল,ছাত্র শিবিরের নেতা,কর্মীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়