দেশের উদ্ভুত পরিস্থিতিতে বারিধারা কূটনৈতিক এলাকায় বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। দূতাবাসগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গতকাল রাত থেকেই দূতাবাসগুলোতে নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে দেখা যায়, নতুন বাজার থেকে গুলশান-২ এ যাওয়ার সড়কের প্রবেশমুখ বন্ধ করে অবস্থান নিয়েছে পুলিশ। তবে ওই সড়কের এক পাশের লেন খোলা রয়েছে। বাড়তি পুলিশ সদস্যের পাশাপাশি এপিসিও রাখা আছে।
গুলশান থেকে নতুন বাজার এবং নতুন বাজার থেকে গুলশান অভিমুখে প্রতিটি গলির কাছেই পুলিশের অবস্থান ছিল। ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের সামনে পুলিশের উপস্থিতি ছিল। এছাড়া সাড়ে ১০টার দিকে সেখানে সেনাবাহিনীও দেখা যায়।
এর আগে, ওসমান হাদীর মৃত্যুর খবরে রাতে নতুন বাজারে সড়ক অবরোধ করে ও আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন অনেকেই।