শিরোনাম
◈ কারো নির্দেশনা বা প্ররোচনায় পা দিবেন না: ইনকিলাব মঞ্চ ◈ ঢাকার গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন ◈ কল‌ম্বিয়ায় ফুটবল ম্যাচে ভয়াবহ সহিংসতা, আহত ৫৯ ◈ সন্ত্রাসীর গু‌লি‌তে নিহত ওসমান হাদির জন‌্য বিসিবি-বাফুফের শোক ◈ সিসিইউতে বেগম জিয়া: বিশেষ চিকিৎসা দেওয়া হয়েছে, জানালেন ডা. জাহিদ ◈ দেশে পৌঁছেছে ওসমান হাদির মরদেহ, যে নির্দেশনা দিলো ইনকিলাব মঞ্চ ◈ সাংবাদিকদের পাশে থাকার আশ্বাস সরকারের, দোষীদের সর্বোচ্চ শাস্তির ঘোষণা ◈ ছায়ানট ভবনে তাণ্ডব: কার্যক্রম বন্ধ ঘোষণা (ভিডিও) ◈ প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদকের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ ◈ শরিফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে সায়েন্সল্যাব মোড় অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধ

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৫৯ দুপুর
আপডেট : ৩০ নভেম্বর, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ওদের কপালে দুঃখ আছে! এশিয়া কাপের আগে ভারত‌কে হুঁশিয়ারি পাকিস্তান অধিনায়কের

স্পোর্টস ডেস্ক : মঙ্গলবার ( ৯ সে‌প্টেম্বর) থেকে শুরু এশিয়া কাপ। রোববার, ১৪ সেপ্টেম্বর মুখোমুখি ভারত-পাকিস্তান। সেই ম্যাচের আগে সূর্যকুমার যাদবদের হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের অধিনায়ক সলমন আলি আঘা। তাঁর দাবি, পাকিস্তানের স্পিন আক্রমণে সমস্যায় পড়বে ভারত।

এশিয়া কাপের আগে সংযুক্ত আরব আমিরাত ও আফগানিস্তানের সঙ্গে একটি ত্রিদেশীয় প্রতিযোগিতা খেলেছে পাকিস্তান। ফাইনালে আফগানিস্তানকে ৭৫ রানে হারিয়েছে তারা। ১৪২ রান তাড়া করতে নেমে ৬৬ রানে অল আউট হয়ে
গিয়েছে আফগানিস্তান। হ্যাটট্রিক-সহ ৫ উইকেট নিয়েছেন স্পিনার মহম্মদ নওয়াজ়।

আফগানিস্তানকে হারিয়ে নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন সলমন। তিনি বলেন, যেখানে দরকার পড়বে আমরা দুই স্পিনার খেলাব। পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেব। আমাদের স্পিনারদের বিরুদ্ধে ভারত সমস্যায় পড়বে। -- আনন্দবাজার

এবার ওদের কপালে দুঃখ আছে। তাঁদের প্রস্তুতি হয়ে গিয়েছে বলে জানিয়েছেন সলমন। তিনি বলেন, “আমরা তৈরি। দলের সকলে ভাল ফর্মে আছে। নওয়াজ় ফিরে আসার পর থেকে দারুণ  খে‌লে‌ছে। 

এশিয়া কাপে দুবাইয়ের মাঠে বেশি রান হবে না বলে মনে করেন সলমন। তাঁর মতে, লো স্কোরিং ম্যাচ হবে। তাতে লড়াই আরও জমবে। তিনি বলেন, “আমার মনে হয় এখানকার উইকেটে  ১৪০ রান অনেক। তাই যে দল ভাল বল করবে তারা জিতবে। আমাদের বোলারেরা ভাল ফর্মে আছে। আমরা আত্মবিশ্বাসী।

২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে এই দুবাইয়েই ভারতকে ১০ উইকেটে হারিয়েছিল পাকিস্তান। সেই শেষ। তার পর ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৩ সালের এশিয়া কাপ ও এক দিনের বিশ্বকাপ, ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৫ সালের চ্যাম্পিয়ন ট্রফিতে ভারতের কাছে হেরেছে পাকিস্তান। 

কয়েক মাস পরে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ। পাকিস্তান অবশ্য তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে। সেই প্রতিযোগিতার আগে এশিয়া কাপকে প্রস্তুতির মঞ্চ হিসাবে দেখছে তারা। সেখানেই ভারতকে হারানোর হুঁশিয়ারি দিলেন পাক অধিনায়ক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়