স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ড রান পাহাড়ে উঠেছিলো রুট ও জ্যাকব বেথেলের সেঞ্চুরিতে। রান তাড়ায় প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিজেদের করে নেওয়া দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ল তাসের ঘরের মতো।
জোফরা আর্চারের পেস তোপের পর আদিল রশিদের ঘূর্ণিতে আশি রানও করতে পারল না তারা। আর এতেই ৩৪২ রানে সিরিজের শেষ ম্যাচ জিতে রানের হিসেবে ওয়ানডে ইতিহাসের সবচেয়ে বড় জয়ের রেকর্ড গড়েছে ইংলিশরা।
রোববার সাউদাম্পটনে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৫ উইকেটে ৪১৪ রান তোলে ইংল্যান্ড। জবাবে ২০ ওভার ৫ বলে ৭২ রানে শেষ হয় দক্ষিণ আফ্রিকার ইনিংস।
এতদিন ওয়ানডেতে রানের হিসেবে সবচেয়ে বড় জয়ের রেকর্ডটি ছিল ভারতের। ২০২৩ সালের জানুয়ারিতে শ্রীলঙ্কাকে ৩১৭ রানে হারিয়েছিল তারা। সেবার ৩৯১ রানের লক্ষ্য তাড়ায় ৭৩ রানে অলআউট হয়েছিল লঙ্কানরা।
এর আগে ওয়ানডেতে রানের হিসেবে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় পরাজয়টি ছিল ২৭৬ রানের। গত মাসে অস্ট্রেলিয়ার দেওয়া ৪৩২ রানের লক্ষ্য তাড়ায় ১৫৫ রানে গুটিয়ে যায় তারা।