শিরোনাম
◈ সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান গ্রেফতার ◈ ডলার সংকট–রাজনৈতিক অনিশ্চয়তায় বিদেশি-প্রবাসীদের শেয়ারবাজার বিমুখতা ◈ ভারতীয় ক্রিকেট বো‌র্ডের ক‌্যাশবা‌ক্সে ৫ বছরে ১৫ হাজার কো‌টি টাকা  জমা  ◈ আ'তঙ্কে কাঁপছে ভারত, সেনাপ্রধানের সরল স্বীকারোক্তি! (ভিডিও) ◈ এবার জাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ◈ ভারত আমাদের প্রয়োজন নেই, বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি চাই: ন্যাটোর অস্ট্রিয়া বিভাগের চেয়ারম্যান গুনথার ◈ ওবায়দুল কাদের কোনঠাসা, শেখ হা‌সিনার কা‌ছে গুরুত্ব পা‌চ্ছেন যে তিন নেতা‌! ◈ ৮০ দেশে চীনা হ্যাকারদের হামলা, সব মার্কিন নাগরিকের তথ্য চীনের হাতে! (ভিডিও) ◈ বিশ্বকাপ বাছাই, পৃথক ম‌্যা‌চে বড় জয় স্পেন ও জার্মানির ◈ বিশ্বের শীর্ষ ৫ ধনী ব্যক্তি ও তাদের শিক্ষাগত যোগ্যতা!

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৬ দুপুর
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ভারতে ম‌হিলা বিশ্বকাপ উদ্বোধনের মঞ্চে থাকছে না পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : মহিলা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবে না পাকিস্তান ক্রিকেট দল। ৩০ সেপ্টেম্বর অসমের গুয়াহাটিতে মহিলা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা। পাকিস্তানি সংবাদমাধ্যম ‘‌জিও সুপার’‌ সূত্রে জানা গেছে, বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবে না পাকিস্তান দল।

উদ্বোধনী ম্যাচে অংশ নেবে দুই আয়োজক দেশ ভারত ও শ্রীলঙ্কা। তার আগেই হবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানে গান গাইবেন শ্রেয়া ঘোষাল। কিন্তু জিও সুপার সূত্রে জানা গেছে, পাকিস্তান মহিলা দলের অধিনায়ক ফাতিমা সানা কিংবা দলের আর কোনও ক্রিকেটার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন না। পাক দলের কেউ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে ভারত যাচ্ছে না বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
 
ওই প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক কূটনৈতিক টানাপড়েনের জেরে ভারতে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবে না পাকিস্তান দল। পহেলগাঁও হামলা ও অপারেশন ‘‌সিঁদুর’‌ এর পর ভারত–পাকিস্তান সম্পর্ক এখন এমন তলানিতে পৌঁছেছে যে, অদূর ভবিষ্যতে দু’দেশ একে অপরের মাটিতে কোনও আইসিসি টুর্নামেন্ট খেলবে না। 

এ বছরের শুরুতে পাকিস্তানে আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিলেও রোহিতরা কিন্তু সে দেশে খেলতে যাননি। দুবাইয়ের নিরপেক্ষ ভেন্যুতে টিম ইন্ডিয়ার গ্রুপ স্তরের সমস্ত ম্যাচ ও নক আউট, এমনকি ফাইনালও অনুষ্ঠিত হয়। এবারও সেই নীতি প্রভাব ফেলছে। 

ফলত, পাকিস্তান দলের সব ম্যাচই বসবে কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে। পাকিস্তান দল যদি সেমিফাইনালে (২৯ অক্টোবর) বা ফাইনালে (২ নভেম্বর) পৌঁছয়, তা–ও সেখানেই আয়োজন করা হবে।

প্রসঙ্গত, পাকিস্তান প্রথম ম্যাচ খেলবে ২ অক্টোবর বাংলাদেশের বিরুদ্ধে। ৫ অক্টোবর হবে ভারত–পাক ম্যাচ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়