শিরোনাম
◈ জামায়াত আমিরের সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, হলো যে আলোচনা ◈ নির্বাচন নিয়ে কিছু ব্যক্তি অযাচিতভাবে শঙ্কা সৃষ্টির চেষ্টা করছেন: মির্জা ফখরুল ◈ বাংলাদেশে চলছে পূর্ণ চন্দ্রগ্রহণ, রক্তিম রূপ ধারণ করেছে ‘চিরচেনা চাঁদ’ (ভিডিও) ◈ শেরপুরে দোজা পীরের পরিত্যক্ত  ভবন থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ ইনসাফের পক্ষে থাকলেই সে এনসিপির—হাসনাত আবদুল্লাহ ◈ রাশিয়ার ক্যানসার ভ্যাকসিন ট্রায়ালে সফল ◈ আরও বাড়লো স্বর্ণের দাম ◈ নতুন কূপের সন্ধান হবিগঞ্জে, মিলবে ২৫ বিলিয়ন ঘনফুট গ্যাস ◈ ট্রাম্পের ৫০% শুল্ক আরোপে ভারতকে অপ্রত্যাশিত খেসারত দিতে হবে ◈ ‎তিস্তা নদীতে সরকারি বাঁধের নিচে অবৈধ বালু উত্তোলন: ধ্বংসের মুখে কোটি টাকার স্প্যার বাঁধ

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২৫, ০২:৫৯ দুপুর
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ক্রিকেটাররা এখন জিতলেই খুশি হয়ে যায় না, তারা জা‌নে তা‌দের আ‌রো ভা‌লো কর‌তে হ‌বে: বি‌সি‌বি সভাপ‌তি

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কা এবং পাকিস্তান সিরিজের পর নেদারল্যান্ডসের বিপক্ষেও সিরিজ জিতল বাংলাদেশ দল। লিটন দাসের দলের এমন পারফরম্যান্সে গর্বিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। 

বোর্ড, টিম ম্যানেজমেন্ট এবং ক্রিকেটাররা একসঙ্গে নিজেদের কাজটা করছে বলেই এমন পারফরম্যান্স আসছে বলে মন্তব্য করেছেন তিনি। এ ছাড়া ক্রিকেটারদের আত্মতুষ্টিতে না ভোগার ব্যাপারটিও মনে ধরেছে তার। --- ক্রিক‌ফ্রেঞ্জি

শ্রীলঙ্কা সফরে ২-১ ব্যবধানে সিরিজ জিতে বাংলাদেশ। এরপর পাকিস্তানের বিপক্ষে ঘরের মাটিতে একই ব্যবধানে জিতে টিম টাইগার্স। নেদারল্যান্ডসের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ।

টি-স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে বুলবুল বলেন, 'এটার কৃতিত্ব প্রথমে প্লেয়ারদের, সাপোর্ট স্টাফদের, বোর্ডের এবং সবার আগে সমর্থকদের। আমরা একটা জিনিস বিশ্বাস করি, সেটা হচ্ছে তিনটা টিম যদি ভালো না খেলে তাহলে ভালো পারফরম্যান্স আসে না।'

'তিনটা টিম বলতে বোঝাচ্ছি আমরা যারা বোর্ডের টেবিলে কাজ করি, যারা ডাগ-আউটে বসে থাকে আর যারা মাঠে খেলে। এই তিনটা টিমের সংমিশ্রণ বা বোঝাপড়াটা যখন ভালো হয় তখন দল ভালো খেলে। এ কারণেই আমরা তিনটা সিরিজ জিতলাম। তবে কৃতিত্ব ছেলেদেরই দিতে হবে।

এশিয়া কাপের আগে এমন সিরিজ জয় বাড়তি আত্মবিশ্বাস এনে দেবে বলেও বিশ্বাস করেন বুলবুল। ক্রিকেটাররা আত্মতুষ্টিতে ভুগছে না, ভালো খেলেও নিজেদের পারফরম্যান্সে সহজেই খুশি হয়ে যাচ্ছে না- এসব মনে ধরেছে তার।

বুলবুল আরো বলেন, 'সামনে এশিয়া কাপ আছে, এরপর বিশ্বকাপ আছে। একটার পর একটা খেলা আসতেই থাকে। উন্নতিও আসতে থাকে। ভারত সিরিজ বাতিল হওয়ার পর আমরা এই সিরিজ আয়োজন করতে চাই যেন ওরা খেলার মধ্যে থাকে। তাদের মধ্যেও প্রতিযোগিতামুলক ক্রিকেটের একটা আবহ যেন থাকে।

'আমি দেখছি যে জিতলেই ওরা এখন খুশি হয়ে যাচ্ছে না। উন্নতির কী কী জায়গা আছে ওরা ওটা নিয়ে কোচদের সাথে কথা বলছে। ওরা একটা দল হিসেবে এগিয়ে যাচ্ছে। মূল কথা হচ্ছে খেলার মধ্যে আছে এবং এশিয়া কাপের আগে একটা ভালো প্রস্তুতি হয়ে গেলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়