শিরোনাম
◈ দেশে ফেরার প্রক্রিয়া শুরু: ট্রাভেল পাসের আবেদন তারেক রহমানের ◈ হাসিনার অনুসারীদের জামিন বিতর্কে আইন উপদেষ্টার উদ্বেগ প্রকাশ ◈ প্রার্থীদের অস্ত্রের ঝুঁকি, নিরপেক্ষ প্রশাসন নিয়ে চ্যালেঞ্জ ইসির ◈ কূটনীতির রীতিনীতি কি উপেক্ষা করছেন প্রণয় ভার্মা ◈ ওসমান হাদির অস্ত্রোপচার হবে সিঙ্গাপুরে, অনুমতি দিয়েছে পরিবার ◈ দূতাবাসগুলোর নিরাপত্তা নিয়ে কূটনীতিকদের আশ্বস্ত করলো সরকার ◈ দুর্বল প্রতিপ‌ক্ষের বিরু‌দ্ধে  লড়াই ক‌রে জিত‌লো ‌রিয়াল মা‌দ্রিদ ◈ মেয়েকে নিয়ে ২৫ তারিখ সকাল ১১টায় ঢাকায় নামবেন তারেক রহমান ◈ নির্বাচন নিয়ে ভারতের 'নসিহতে' বাংলাদেশের তীব্র প্রতিক্রিয়া কেন? ◈ শেষ স্ট্যাটাসে ওসমান হাদিকে নিয়ে যা লিখেছিলেন এনসিপির নেত্রী রুমী

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২৫, ০২:২৭ দুপুর
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বাংলাদেশের খেলা দে‌খে মুগ্ধ নেদারল‌্যান্ডস কোচ নিকার্ক

স্পোর্টস ডেস্ক : বাংলা‌দে‌শের কা‌ছে সি‌রিজ হা‌রের জন‌্য মো‌টেও হতাশ নয় নেদারল‌্যান্ডস। বরং বাংলা‌দে‌শের খেলার প্রশংসা ক‌রে‌ছে তারা। নেদারল‌্যান্ড‌সের সহকারী কোচ রায়ান ভ্যান নিকার্ক মনে করেন, ২০২৩ সালের বাংলাদেশের সঙ্গে বর্তমান দলের অনেক তফাৎ।

প্রথম দুই ম্যাচেই বড় ব্যবধানে হারলেও ডাচ কোচ হতাশ নন।

তার মতে, পূর্ণ সদস্য দেশগুলোর বিপক্ষে নিয়মিত খেলার সুযোগই তাদের উন্নতির পথ খুলে দেবে। ‌সোমবার বাংলা‌দে‌শের কা‌ছে সিরিজ হারার পর সংবাদ সম্মেলনে নিকার্ক বলেন, ‘আমরা আমাদের দল নিয়ে গর্বিত।

বাংলাদেশের মতো শীর্ষ দশের একটি দলের বিপক্ষে খেলাটা বিরাট সুযোগ। আমরা বিশ্বের সেরা দলগুলোর বিপক্ষে খেলতে চাই। তাই প্রতিটি ম্যাচই আমাদের কাছে চ্যালেঞ্জ। 

২০২৩ বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছিল নেদারল্যান্ডস। তবে নিকার্কের মতে, তখনকার বাংলাদেশ আর এখনকার বাংলাদেশ এক নয়। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘তাদের ফিল্ডিংয়ে অ্যাথলেটিসিজম বেড়েছে, ব্যাটিংয়ে স্মার্ট অপশন বেছে নিচ্ছে। আগের মতো অগোছালো নয়। তরুণ ডাইনামিক ব্যাটার উঠে আসছে, যারা দলে অবদান রাখছে। 

বাংলাদেশ দলের বোলিং আক্রমণ নিয়েও প্রশংসা করেন নিকার্ক। তিনি বলেন, ‘বাংলাদেশের ডানহাতি-বাঁহাতি দুই ধরনের বোলারই আছে। 

তাসকিন নিয়মিত ১৩৫ কি.মি. গতিতে বল করছে, মোস্তাফিজের বোলিং বৈচিত্র্যময়। মেহেদী নতুন বলে যেমন ভালো, মাঝের ওভারেও বল করতে পারে। ফলে এই বোলিং বৈচিত্র্য বাংলাদেশকে এগিয়ে রাখছে। এটাই বাংলা‌দেশ দ‌লের জন‌্য প্লাস প‌য়েন্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়