শিরোনাম
◈ দেশে ফেরার প্রক্রিয়া শুরু: ট্রাভেল পাসের আবেদন তারেক রহমানের ◈ হাসিনার অনুসারীদের জামিন বিতর্কে আইন উপদেষ্টার উদ্বেগ প্রকাশ ◈ প্রার্থীদের অস্ত্রের ঝুঁকি, নিরপেক্ষ প্রশাসন নিয়ে চ্যালেঞ্জ ইসির ◈ কূটনীতির রীতিনীতি কি উপেক্ষা করছেন প্রণয় ভার্মা ◈ ওসমান হাদির অস্ত্রোপচার হবে সিঙ্গাপুরে, অনুমতি দিয়েছে পরিবার ◈ দূতাবাসগুলোর নিরাপত্তা নিয়ে কূটনীতিকদের আশ্বস্ত করলো সরকার ◈ দুর্বল প্রতিপ‌ক্ষের বিরু‌দ্ধে  লড়াই ক‌রে জিত‌লো ‌রিয়াল মা‌দ্রিদ ◈ মেয়েকে নিয়ে ২৫ তারিখ সকাল ১১টায় ঢাকায় নামবেন তারেক রহমান ◈ নির্বাচন নিয়ে ভারতের 'নসিহতে' বাংলাদেশের তীব্র প্রতিক্রিয়া কেন? ◈ শেষ স্ট্যাটাসে ওসমান হাদিকে নিয়ে যা লিখেছিলেন এনসিপির নেত্রী রুমী

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৪৫ দুপুর
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

দ‌ক্ষিণ আ‌ফ্রিকা ‌টি-টোয়েন্টির নিলামের চূড়ান্ত তালিকায় ১৪ বাংলাদেশি‌ ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক : চলতি বছরের ২৬ ডিসেম্বর শুরু হ‌বে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগের চতুর্থ আসর।

আসন্ন আসরকে সামনে রেখে আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে নিলাম। এসএ টোয়েন্টির নিলামে প্রাথমিকভাবে ২৩ জন নিজেদের নাম নিবন্ধন করলেও, নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের ১৪ ক্রিকেটার। 
     
 বিশ্বের প্রায় ৮০০ ক্রিকেটার থেকে বাছাই করে ৫৪১ জনের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে টুর্নামেন্ট আয়োজকরা। যেখানে মোট ২৫টি স্লটের বিপরীতে আছেন ২৪১ জন বিদেশি ক্রিকেটার। আর দক্ষিণ আফ্রিকার ৩০০ ক্রিকেটার থেকে নিলামে দল পাবেন ৫৯ জন। 

বাংলাদেশ থেকে নিলামের এই চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন ১৪ জন ক্রিকেটার- সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, নাহিদ রানা, শেখ মেহেদি হাসান, তৌহিদ হৃদয়, শামীম হোসেন, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব ও জাকের আলী অনিক।

ইংল্যান্ডের ৯৭ জন ক্রিকেটার জায়গা পেয়েছেন নিলামে উঠা তালিকায়। সাবেক ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন ৪৩ বছর বয়সে এই নিলামে উঠবেন। তার সাথে তালিকায় রয়েছেন মঈন আলি, অ্যালেক্স হেলস এবং ২০২৪ সালের ফাইনালের ম্যাচসেরা টম অ্যাবেলের মতো ইংলিশ ক্রিকেটাররা।

এসএটোয়েন্টির সঙ্গে বিগ ব্যাশ লিগের সময়সূচি সাংঘর্ষিক হওয়ায় অস্ট্রেলিয়ান খেলোয়াড়ের সংখ্যা কম। অস্ট্রেলিয়া থেকে নিলামে রয়েছেন দুইজন- ডার্সি শর্ট ও পিটার হ্যাটজগ্লু। ওয়েস্ট ইন্ডিজ থেকে ২৮, শ্রীলঙ্কা থেকে ২৪ এবং নেপালের হয়ে একমাত্র প্রতিনিধি দিপেন্দ্র সিং আইরি নিলামে রয়েছেন।

রহমানউল্লাহ গুরবাজ, নবিন উল হক সহ আফগানিস্তানের ১৯ জন ক্রিকেটার রয়েছেন তালিকায়। তবে এই তালিকায় নেই রশিদ খান, মোহাম্মদ নবীর মতো আফগান বড় তারকার নাম। ওয়েস্ট ইন্ডিজের একাধিক খেলোয়াড়ের নাম থাকলেও টি টোয়েন্টি মাতানো বেশিরভাগ ক্রিকেটার নেই নিলামে।

দক্ষিণ আফ্রিকার ৩০০ ক্রিকেটার আছেন তালিকায়, যাদের মধ্যে আছেন ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ রানার্সআপ দলের আনরিখ নরকিয়া, কুইন্টন ডি কক, কেশব মহারাজ, তাবরাইজ শামসি ও জেরাল্ড কোয়েতজি রয়েছেন। সানরাইজার্স ইস্টার্ন কেপের সঙ্গে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নেয়া এইডেন মার্করামের ওপর নজর থাকবে নিলামে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়