শিরোনাম
◈ সচিবালয় ও যমুনা এলাকায় সভা-সমাবেশ-গণজমায়েত নিষিদ্ধ ◈ এসএসসি উত্তীর্ণদের জন্য ডাচ্-বাংলা ব্যাংকের মাসে ২৫০০ টাকার বৃত্তি, আবেদন করবেন যেভাবে ◈ ট্রাম্পের শুল্ক আরোপের জবাবে মোদীর চীন ঘেঁষা কূটনীতি? ◈ আ. লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণ, মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন আটক ◈ ট্রাম্পের হুঁশিয়ারি বাস্তবায়ন: ভারতকে শাস্তি দিতে আমদানি শুল্ক ৫০% আরোপ ◈ নির্বাচন আয়োজন নিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় ◈ সমুদ্রসৈকত থেকে ফেসবুক লাইভে যা বললেন সারজিস (ভিডিও) ◈ মালয়েশিয়ায় বাংলাদেশিদের দুঃসময়: পারমিট জটিলতায় ৩০৬ জন আটক, বিমানবন্দর থেকে ফেরত ২৬ জন ◈ বিএনপির ভবিষ্যৎ কৌশল নিয়ে লন্ডনে তারেক-ট্রেসি বৈঠক, দেশে ফিরবেন তারেক রহমান ◈ প্রাথমিকের শিক্ষকদের সুখবর দিলেন প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২৫, ০৩:০০ রাত
আপডেট : ০৬ আগস্ট, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি আরব ফুটবল ফেডারেশন বড় শাস্তি দিলো আল হিলালকে 

আসন্ন সৌদি সুপার কাপ থেকে নাম সরিয়ে নেয়ায় আল হিলালকে পেতে হচ্ছে বড় ধরনের শাস্তি। যোগ্যতা অর্জন করলেও আগামী মৌসুমেও টুর্নামেন্টটিতে অংশ নিতে পারবে না তারা। একইসঙ্গে দিতে হচ্ছে আর্থিক জরিমানাও।

মঙ্গলবার (৫ আগস্ট) তাদের শাস্তির বিষয়টি নিশ্চিত করেছে সৌদি আরব ফুটবল ফেডারেশনের (এসএএফএফ) ডিসিপ্লিনারি ও এথিকস কমিটি।

 চার দল নিয়ে আগামী ১৯ থেকে ২৩ আগস্ট হংকংয়ে অনুষ্ঠিত হবে সৌদি সুপার কাপ। কিন্তু ফিফা ক্লাব বিশ্বকাপ খেলার কারণে খেলোয়াড়দের ক্লান্তির কথা উল্লেখ করে আসর থেকে নিজেদের সরিয়ে নেয় আল হিলাল। গত ৪ জুলাই কোয়ার্টার ফাইনালে ফ্লুমিনেন্সের কাছে ২-১ ব্যবধানে হেরে ক্লাব বিশ্বকাপ যাত্রা থেমেছিল তাদের।
 
এসএএফএফ ডিসিপ্লিনারি ও এথিকস কমিটি এক বিবৃতিতে জানায়, ২০২৫-২৬ মৌসুমের সৌদি সুপার কাপের আনুষ্ঠানিক সূচি প্রকাশের পর অংশগ্রহণে অস্বীকৃতি জানিয়েছে আল হিলাল। এর মাধ্যমে তারা শৃঙ্খলা ও নৈতিকতা আইনের ধারা (৫৯-৩) ভঙ্গ করেছে। তাই তাদেরকে ৫ লাখ সৌদি রিয়ালস (বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৬২ লাখ টাকার বেশি) এসএএফএফ জরিমানা হিসেবে প্রদান করতে হবে।
 
একইসঙ্গে আল হিলাল যোগ্যতা অর্জন করলেও আগামী মৌসুমের সুপার কাপেও অংশ নিতে পারবে না এবং এ মৌসুমে বরাদ্দকৃত অর্থও পাবে না।
 
অবশ্য শাস্তি দিলেও আল হিলালকে আপিলের সুযোগ দিচ্ছে সৌদি ফুটবল ফেডারেশন।
 
এর আগে গত মৌসুমে সুপার কাপের ফাইনালে আল নাসরকে হারিয়ে রেকর্ড পঞ্চমবারের মতো শিরোপা জিতেছিল আল হিলাল।
 
সৌদি সুপার কাপ আয়োজিত হয় মূলত কিংস কাপ ও সৌদি প্রো লিগের চ্যাম্পিয়ন ও রানার-আপ ৪ দল নিয়ে। গত মৌসুমে প্রো লিগে দ্বিতীয় হয়ে এবারও আসরটিতে জায়গা করে নিয়েছিল আল হিলাল। নাম সরিয়ে নেয়ায় আগামী ২০ আগস্ট কিংস কাপ রানার-আপ আল কাদসিয়ার বিপক্ষে তাদের পরিবর্তে খেলবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ জয়ী আল আহলি।
 
 অন্যদিকে আল-ইত্তিহাদ সৌদি প্রো লিগ ও কিংস কাপ; উভয় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় আগেই সুপার কাপে সুযোগ পেয়েছিল ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসর। আগামী ১৯ আগস্ট ইত্তিহাদের মুখোমুখি হবে আল নাসর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়