শিরোনাম
◈ যশোরে পুলিশকে হুমকির অভিযোগে জামায়াত নেতা গ্রেফতার ◈ ২৩ বছরের সংগ্রাম সত্ত্বেও জিয়াউর রহমানের নাম নেই: মির্জা আব্বাস ◈ সচিবালয় ও যমুনা এলাকায় সভা-সমাবেশ-গণজমায়েত নিষিদ্ধ ◈ এসএসসি উত্তীর্ণদের জন্য ডাচ্-বাংলা ব্যাংকের মাসে ২৫০০ টাকার বৃত্তি, আবেদন করবেন যেভাবে ◈ ট্রাম্পের শুল্ক আরোপের জবাবে মোদীর চীন ঘেঁষা কূটনীতি? ◈ আ. লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণ, মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন আটক ◈ ট্রাম্পের হুঁশিয়ারি বাস্তবায়ন: ভারতকে শাস্তি দিতে আমদানি শুল্ক ৫০% আরোপ ◈ নির্বাচন আয়োজন নিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় ◈ সমুদ্রসৈকত থেকে ফেসবুক লাইভে যা বললেন সারজিস (ভিডিও) ◈ মালয়েশিয়ায় বাংলাদেশিদের দুঃসময়: পারমিট জটিলতায় ৩০৬ জন আটক, বিমানবন্দর থেকে ফেরত ২৬ জন

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২৫, ০৯:৫৪ রাত
আপডেট : ০৭ আগস্ট, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এসএসসি উত্তীর্ণদের জন্য ডাচ্-বাংলা ব্যাংকের মাসে ২৫০০ টাকার বৃত্তি, আবেদন করবেন যেভাবে

এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিচ্ছে দেশের অন্যতম বেসরকারি ব্যাংক ডাচ্‌-বাংলা ব্যাংক পিএলসি। ২০২৫ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী প্রার্থীদের দেবে এ বৃত্তি।এ বৃত্তির মেয়াদ দুই বছর।

এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কোনো শিক্ষার্থী এ শিক্ষাবৃত্তি পেলে এইচএসসি পর্যন্ত আর্থিক সহায়তা মিলবে। আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে। সরাসরি/ডাকযোগে/কুরিয়ারযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না। আবেদনের সুযোগ বুধবার ( ৬ আগস্ট) পর্যন্ত।

 বৃত্তির আর্থিক পরিমাণ—
 
উচ্চমাধ্যমিক বা এইচএসসি পড়াকালীন প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে ২ বছরে মোট ৬০ হাজার টাকা পাবে শিক্ষার্থীরা।
এ ছাড়া প্রতিবছর পাঠ্য উপকরণ কিনতে ২ হাজার ৫০০ টাকা ও পোশাকের জন্য ১ হাজার টাকা করে অনুদান মিলবে।
 
আবেদনের সুযোগ-
 
সিটি করপোরেশন ও জেলা শহরের অন্তর্গত স্কুলের শিক্ষার্থীদের জিপিএ-৫ থাকতে হবে
গ্রামীণ বা অনগ্রসর অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জিপিএ–৪.৮৩ থাকতে হবে।
 
অন্য শর্ত—

সরকারি বৃত্তি ব্যতীত অন্য কোনো উৎস থেকে যেসব শিক্ষার্থী বৃত্তি পাচ্ছে, তারা এ বৃত্তির যোগ্য বলে বিবেচিত হবে না।
গ্রামীণ অনগ্রসর এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য বৃত্তির ৯০ শতাংশ নির্ধারিত থাকবে।
মোট বৃত্তির ৫০ শতাংশ ছাত্রীদের প্রদান করা হবে।
চতুর্থ বিষয় ব্যতীত প্রাপ্ত জিপিএ সঠিকভাবে উল্লেখ করতে হবে।
 
প্রয়োজনীয় কাগজপত্র—
 
আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি।
আবেদনকারীর মা-বাবার পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি।
এসএসসি বা সমমানের পরীক্ষার নম্বরপত্র ও প্রশংসাপত্রের স্ক্যান কপি।
 
আবেদন যেভাবে—
 
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবে।
প্রাথমিকভাবে বাছাইকৃত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে: ২৫ আগস্ট ২০২৫।
প্রাথমিকভাবে বাছাইকৃত শিক্ষার্থীদের উপরোক্ত ওয়েবসাইট থেকে ‘Primary Selection Letter’ এবং ‘প্রদত্ত নির্দেশিকার’ প্রিন্ট কপিসহ সব কাগজপত্রের সত্যতা যাচাইয়ে ডাচ্‌-বাংলা ব্যাংকের যেকোনো শাখা বা মোবাইল ব্যাংকিং অফিসে উপস্থিত হওয়ার তারিখ: ২৬ আগস্ট ২০২৫ থেকে ১৫ সেপ্টেম্বর ২০২৫।
 
চূড়ান্ত ফলাফল এর মাধ্যমে ফলাফল জানানো হবে। উৎস: সময়নিউজটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়