শিরোনাম
◈ প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের সঙ্গে এনডিএ: কেন, কিভাবে, কতটা যৌক্তিক? ◈ ৭ ট্রিলিয়ন ডলারের হালাল অর্থনীতির অংশীদার হতে চায় বাংলাদেশ: আশিক চৌধুরী ◈ যশোরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে  বিএনপির ৬ নেতা, কর্মীকে বহিঃস্কার ◈ জুয়ার আসর থেকে ইউনিয়ন জামাতের সভাপতি ও ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৪ ◈ ৬০০০ রানের মাইলফলকে জো রুট ◈ জুলাই অভ্যুত্থানের গেজেট থেকে ৮ শহীদের নাম বাদ, তালিকা প্রকাশ ◈ এনসিপির ইশতেহার ঘোষণা, ছাত্রদলের সমাবেশে নির্বাচনমুখী বক্তব্য ◈ ১০ লাখ টাকার বেশি আমানত ও সঞ্চয়পত্রে রিটার্ন বাধ্যতামূলক ◈ জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠান: এবার ৮ জোড়া ট্রেন ভাড়া করল সরকার ◈ কুমিল্লায় ইউপি সদস্যকে অপহরণের পর গুলি করে হত্যা

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২৫, ১১:১৪ দুপুর
আপডেট : ০৪ আগস্ট, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

মে‌সি আর ইন্টার মায়ামিতে খেল‌তে চান না, কোচ বলছেন লিও‌কে ধ‌রে রাখার চেষ্টা কর‌ছি 

স্পোর্টস ডেস্ক : ফ্রা‌ন্সের পিএস‌জি থে‌কে ২০২৩ সালে লিওনেল মেসি পাড়ি জমান মার্কিন মুলুকে। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে নাম লেখান আর্জেন্টাইন সুপার লিওনেল মেসি। ক্লাবটিতে নাম লেখানোর পরে থেকে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন মেসি। 

মেসি যাওয়ার পর নিজেদের ইতিহাসে প্রথম শিরোপার স্বাদ পেয়েছে মায়ামি। তবে, চলতি বছরের ডিসেম্বরে মায়ামির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে মেসির। চুক্তি নবায়ন নিয়ে এখনও কোনো পক্ষ থেকে কিছু জানা যায়নি।

চুক্তির মেয়াদ শেষের সময় যত ঘনিয়ে আসছে ততই ডালপালা মেলছে নতুন নতুন গুঞ্জন। গুঞ্জন আছে, চুক্তি নবায়ন করে ২০২৮ সাল পর্যন্ত মায়ামিতেই থেকে যাবেন মেসি। ভিন্ন খবরও এসেছে বেশকিছু গণমাধ্যমে, নতুন ঠিকানায় নাম লেখাতে পারেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর।

শনিবার (২ আগস্ট) সংবাদ সম্মেলনে এসেছিলেন মায়ামির কোচ হাভিয়ের মাসচেরানো। সেখানে তাকে প্রশ্ন করা হয় মেসির চুক্তি নবায়নের বিষয়ে। স্পষ্ট করে কিছু না বলতে পারলেও মাসচেরানো মনে করেন, মায়ামিতেই থাকবেন মেসি।

মাসচেরানো বলেন, ‘আমাদের সবারই স্বপ্ন যে সে (মেসি) থেকে যাবে। আমরা আশা করি সে চুক্তি নবায়ন করবে। লিওর বিষয়টা এমন এক জায়গায়, যেখানে আমরা সবাই চাই সে আনুষ্ঠানিকভাবে চুক্তি নবায়ন করুক। 

তবে এটা একান্তই তার এবং ক্লাবের সিদ্ধান্ত। যা তারা নিজেদের মধ্যে হয়তো অনেক আগে থেকেই আলোচনা করছে।

সঠিক সময় এলে মেসি নিজেই চুক্তির বিষয় সামনে আনবেন বলে মনে করেন মেসির এক সময়ের সতীর্থ ও বর্তমান মায়ামির কোচ। মাসচেরানো বলেন, ‘যখন তারা মনে করবে উপযুক্ত সময় এসেছে, তখনই তারা সেটা ঘোষণা করবে। আমরা বাকিরা শুধু বলতে পারি। আমিও গতকাল ওই একই গুজব শুনেছি এবং আমাদেরও স্বাভাবিকভাবেই আশা যে, সে থেকে যাবে এবং দীর্ঘদিন ক্লাবে থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়