শিরোনাম
◈ জাতিসংঘ বলছে, তাদের প্রতিবেদন কেউ পড়ে না ◈ ডিএনএ পরীক্ষায় সবার পরিচয় নিশ্চিত, নিহতের সংখ্যা নিয়ে স্পষ্ট বার্তা দিলেন মাইলস্টোন অধ্যক্ষ ◈ পুরুষাঙ্গ কেটে হিজড়ায় রুপান্তর, চলছে মাসিক চাঁদাবাজি ◈ বিশ্বে ২০২৩ সালে ১.১ ট্রিলিয়ন ডলারের প্লাস্টিক বাণিজ্য, ৭৫% পরিণত হয়েছে বর্জ্যে: আঙ্কটাড রিপোর্ট ◈ ট্রাম্পের জরিমানার হুমকি সত্ত্বেও রাশিয়ার কাছ থেকে তেল কিনবে ভারত! ◈ পরমাণু বিজ্ঞানী ড. এম শমশের আলী আর নেই ◈ আজ ঢাকায় ছাত্রদল ও এনসিপির সমাবেশ ঘিরে কড়া নিরাপত্তা, বিভিন্ন রাস্তায় যান চলাচলে নিয়ন্ত্রণ ◈ ইংল‌্যান্ডসহ ১৪‌টি দেশ ইরানের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে ইসরায়েলের যুদ্ধাপরাধ ঢাকছে? ◈ শ্বাসরুদ্ধকর লড়াই‌য়ের পর ম‌হিলা কোপা আ‌মে‌রিকার শি‌রোপা জিত‌লো ব্রাজিল ◈ জাতীয় ক্রিকেট লি‌গে বরিশালের প্রধান কোচ মোহম্মদ আশরাফুল

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২৫, ০৯:২২ রাত
আপডেট : ০৩ আগস্ট, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বপ্ন ছি‌লো ব্র্যাডম্যানের রেকর্ড নিজের করে নিবেন, পার‌লেন না, মনকষ্ট নি‌য়ে মাঠ ছাড়‌লেন গিল দাদা

স্পোর্টস ডেস্ক : শুভমান গি‌লের স্বপ্ন স্বপ্নই থে‌কে গোলো, প্রথম ইনিংসে সুনীল গাভাস্কারকে ছাড়িয়ে এক টেস্ট সিরিজে ভারতীয় অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রানের মালিক বনে গিয়েছিলেন শুভমান গিল। 

দ্বিতীয় ইনিংসের শুরুতে অধিনায়ক হিসেবে এক সিরিজে সবচেয়ে বেশি রান সংগ্রাহকের তালিকায় সবার ওপরে থাকা ডোনাল্ড ব্র্যাডম্যানকে ছাড়িয়ে যেতে তার প্রয়োজন ছিল ৬৮ রানের। কিন্তু তা আর করতে পারেননি ডানহাতি এই ব্যাটার। ফলে তালিকার দুই নম্বরে থেকে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শেষ করতে হচ্ছে তাকে।

শনিবার ওভালে সিরিজের পঞ্চম ও শেষ টেস্টের তৃতীয় দিন ভারতের দ্বিতীয় ইনিংসে ১১ রানে আউট হন গিল। মধ্যাহ্ন ভোজের বিরতির পর প্রথম বলেই তাকে এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন গাস অ্যাটকিনসন।

অধিনায়ক হিসেবে নিজের প্রথম সিরিজটিতে ১০ ইনিংসে ৭৫ দশমিক ৪০ গড়ে ৭৫৪ রান নিয়ে শেষ করেছেন গিল। হাঁকিয়েছেন ৪টি সেঞ্চুরি, যার মধ্যে আছে একটি দ্বিশতকও। সর্বোচ্চ ইনিংস ২৬৯ রানের, যা ভারতীয় অধিনায়কদের মধ্যে সর্বোচ্চ।

অধিনায়ক হিসেবে এক সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে থাকা ব্র্যাডম্যানের রান ৮১০। ১৯৩৬-৩৭ মৌসুমে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ৯ ইনিংসে ৯০ গড়ে এই রান করেছিলেন সর্বকালের সেরা ব্যাটার হিসেবে বিবেচিত এই অস্ট্রেলিয়ান।

ম্যাচ শুরুর আগে ৭২২ রান নিয়ে এই তালিকায় গ্যারি সোবার্সের সঙ্গে যৌথভাবে চতুর্থ স্থানে ছিলেন গিল। প্রথম ইনিংসে ২১ রান করে ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তিকে ছাড়িয়ে যাওয়ার পাশাপাশি স্বদেশি কিংবদন্তি গাভাস্কার ও ইংল্যান্ড কিংবদন্তি ডেভিড গাওয়ারকে ছাড়িয়ে তালিকার তৃতীয় স্থানে ওঠেন ২৫ বছর বয়সী এই ব্যাটার।

এর আগে ভারতীয় অধিনায়ক হিসেবে এক সিরিজে সর্বোচ্চ রান ছিল ৭৩২। ১৯৭৮-৭৯ মৌসুমে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই রান করেছিলেন গাভাস্কার।

দ্বিতীয় ইনিংসে আরেক ইংলিশ কিংবদন্তি গ্রাহাম গুচের ৭৫২ রান পেরিয়ে তালিকার দুইয়ে উঠে মধ্যাহ্ন ভোজের বিরতিতে যান গিল। কিন্তু বিরতির পর ইনিংসকে আর সামনে এগিয়ে নিতে পারেননি তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়