শিরোনাম
◈ সরকারি চাকরির সংশোধিত অধ্যাদেশের গেজেট প্রকাশ ◈ স্বাস্থ্য পরীক্ষার জন্য রাতেই হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া ◈ এক লাখ ৪০ হাজার টন সার আমদানি করছে সরকার ◈ তিন শিক্ষার্থী ও দুই জন অভিভাবক এখনো নিখোঁজ, বলছে স্কুল কর্তৃপক্ষ ◈ বাংলাদেশ ব্যাংকে শালীন ও পেশাদার পোশাকের নির্দেশনা, নারী-পুরুষ কর্মীদের জন্য স্পষ্ট বিধি ◈ আগামী বছরের প্রথমার্ধেই নির্বাচন হতে হবে: জামায়াত আমির (ভিডিও) ◈ যেতে বসেছে ঐতিহ্যবাহী গরুর গাড়ি ◈ আই‌সি‌সির টি-‌টো‌য়ে‌ন্টি বো‌লিং র‍্যাঙ্কিংয়ে সেরা দশে মোস্তাফিজ ◈ ঢাকায় পি‌সি‌বির সভাপ‌তি, ভারত ও শ্রীলঙ্কা ছাড়াই বৃহস্প‌তিবার  শুরু হ‌চ্ছে এসিসির সভা ◈ মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত ২২ মরদেহ হস্তান্তর

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২৫, ০৮:৫৩ রাত
আপডেট : ২৪ জুলাই, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

ঢাকায় পি‌সি‌বির সভাপ‌তি, ভারত ও শ্রীলঙ্কা ছাড়াই বৃহস্প‌তিবার  শুরু হ‌চ্ছে এসিসির সভা

নিজস্ব প্রতি‌বেদক : অ‌নেক আ‌লোচনা সমা‌লোচনার ম‌ধ্যেই ঢাকায় বৃহস্প‌তিবার শুরু হ‌চ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা, এই সভা ঘিরে একের পর এক জটিলতা তৈরি হলেও নির্ধারিত সূচি অনুযায়ী ঢাকায় পৌঁছেছেন সংস্থাটির চেয়ারম্যান এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন নাকভি। 

বুধবার (২৩ জুলাই) সকালে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।

বিমানবন্দরে নাকভিকে ফুল দিয়ে স্বাগত জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এ সময় বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরীও সেখানে উপস্থিত ছিলেন।

তবে এই সভা ঘিরে শুরু থেকেই রয়েছে এক ধরনের অস্বস্তি। সভার ভেন্যু বাংলাদেশ হওয়ায় ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং সহযোগী দেশ ওমান সভায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে আগেই। তবুও এসিসি সভাপতি নাকভি বাংলাদেশের মাটিতেই এ সভা আয়োজনের ব্যাপারে অনড় অবস্থানে রয়েছেন।

এদিকে যমুনা নিউজ জানায়, বিসিবি এই ইস্যুতে সরাসরি মুখ খুলতে নারাজ। সংস্থাটি শুরু থেকেই কৌশলী অবস্থান নিয়েছে। বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, এই এজিএম আয়োজনে তারা কোনো পক্ষ না। 

বাংলাদেশকে শুধু হোস্ট হতে অনুরোধ করায় তারা আয়োজন করছে মাত্র। সবাই মিলে এজিএম সফল করার কথাও জানান তিনি।

তবে, এই এজিএম ঘিরে যে জল ঘোলা হয়েছে, তা অস্বীকার করার উপায় নেই। পিসিবি আর আইসিসি চেয়ারম্যানের সাথে বিসিসিআই এর তিক্ত সম্পর্কের মাঝে যে পড়ে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও, সেটিও এখন দিবালোকের মতোই।

এসিসির গঠনতন্ত্র অনুযায়ী, এজিএমের কোরাম পূরণ করতে টেস্ট খেলুড়ে পাঁচ দেশের তিনটি আর সহযোগী ১০টি দেশের উপস্থিতি লাগবে। ভারত, শ্রীলঙ্কা ও আফগানিস্তান এসিসির এবারের বার্ষিক সভা এক সাথে বর্জন করলে পূরণ হবে না কোটা। তাই কোরাম পূরণের জন্য নাকি পিসিবি ও বিসিবি যৌথভাবে চেষ্টা করছে আফগানিস্তানকে রাজি করাতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়