এম. এ. কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরল উপজেলায় সড়ক দুর্ঘটনায় সোহেল রানা (৩৫) নামের এক মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।
নিহত সোহেল রানা বিরল উপজেলার শহরগ্রাম ইউনিয়নের কাঠিহারী গ্রামের বাসিন্দা, বাবুল হকের ছেলে।
বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে দিনাজপুর-বোচাগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মঙ্গলপুর চৌধুরী ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা মেট্রো ম-১১-৬২৮২ রেজিস্ট্রেশন নম্বরের একটি কার্ভাড ভ্যান দিনাজপুরের দিকে যাচ্ছিল। ওই সময় মঙ্গলপুর বাজার অভিমুখে আসা মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এ সময় দ্রুতগতির কার্ভাড ভ্যানটি মোটরসাইকেল চালক সোহেল রানাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর কার্ভাড ভ্যানটি রাস্তার পাশে একটি গাছে ধাক্কা খেয়ে সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে চালক ও হেলপার গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আহতদের নাম-পরিচয় জানা যায়নি।