তপু সরকার হারুন জেলা প্রতিনিধি শেরপুরঃ এক কেজি গাজাঁ সহ একমাদক ব্যাবসায়ী কে আটক করেছে নালিতাবাড়ী থানা পুলিশ।
২২ জুলাই মঙ্গলবার ভোর রাতে উপজেলার নয়াবিল এলাকা থেকে গ্রেফতার করে । গ্রেফতারকৃত আহসান হাবীব হেলাল (৪৮) নয়াবিল গ্রামের মৃত ইমান আলীর ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নয়াবিল এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় পুলিশ। ওইসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য মাদক ব্যবসায়ীরা দৌড়ে পালিয়ে গেলেও এক কেজি গাঁজাসহ আহসান হাবীব হেলালকে গ্রেফতার করে পুলিশ। পরে বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন।