শিরোনাম
◈ নির্বাচন কমিশন গঠনে ঐকমত্য প্রতিষ্ঠা: স্পিকারের নেতৃত্বে বাছাই কমিটি গঠনের প্রস্তাব: আলী রীয়াজ  ◈ বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৪৪ জনের ৮ জন আশঙ্কাজনক, সিঙ্গাপুরের বিশেষজ্ঞদের সহায়তায় চিকিৎসা ◈ ড.ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা: হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ আরও ১৩টি দল ও জোটের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ◈ এইচএসসি পরীক্ষা স্থগিত ও নিজের পদত্যাগ বিষয়ে যা বললেন শিক্ষা উপদেষ্টা ◈ নির্বাচনের পথে সরকার এগোচ্ছে, তবে অনভিজ্ঞতা ও ইগো বড় বাধা — মির্জা ফখরুল ◈ ছোট্ট ফুলগুলোকে নিয়ে খেলবেন না”—মর্মস্পর্শী আহ্বান মাইলস্টোনের শিক্ষিকার ◈ মাইলস্টোনে চালু হচ্ছে নিয়ন্ত্রণ কক্ষ, প্রতিদিন জানানো হবে আহত ও মৃতের সংখ্যা: প্রেস সচিব ◈ মাইলস্টোনে বিমান বি'ধ্বস্তের সিসিটিভির দৃশ্য (ভিডিও) ◈ চাঁদা না দেয়ায় খুলে নেয়া হলো হাসপাতালের মালামাল! (ভিডিও)

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২৫, ১০:৫৮ দুপুর
আপডেট : ২৩ জুলাই, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

নেপথ্যে এশিয়া কাপ: ভারতের সঙ্গে পাকিস্তান, বাংলাদেশের সঙ্ঘাত! আরও অনিশ্চিত প্রতিযোগিতা

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের আশা ক্রমশ কমছে। ঢাকায় গিয়ে বৈঠক করতে নারাজ ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কর্তারা। তবু বৈঠক অন্যত্র সরানোর কোনও ইঙ্গিত দেয়নি এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। এসিসি চেয়ারম্যান তথা পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভি নিজের অবস্থানে অনড়। এই পরিস্থিতিতে এশিয়া কাপ বয়কটের পথে হাঁটতে পারে বিসিসিআই। -- আনন্দবাজার

২৪ এবং ২৫ জুলাই ঢাকার একটি হোটেলে এসিসি-র বার্ষিক সাধারণ সভা। সেখানেই এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই সভার আয়োজক। বিসিবি জানিয়েছে, এসিসির সদস্য দেশের সংখ্যা ২৫। তার মধ্যে ১৬-১৭টি দেশ বৈঠকে যোগ দেওয়ার কথা জানিয়েছে। ভারত-সহ কয়েকটি দেশ এখনও নিশ্চিত করেনি। তবে বিসিসিআই কর্তারা যে ঢাকায় যাবেন না, তা আগেই এসিসি কর্তাদের জানিয়ে দিয়েছেন। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সে দেশে যেতে নারাজ বিসিসিআই কর্তারা। অন্য কোথাও (পাকিস্তান বাদে) বৈঠক হলে যোগ দিতে রাজি বলেও জানানো হয়েছিল।

এসিসির সদস্য দেশগুলির মধ্যে শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং ওমানের সমর্থন ভারতের সঙ্গে রয়েছে। ভারত বৈঠকে যোগ না দিলে এই দেশগুলির ক্রিকেট বোর্ডও ঢাকায় প্রতিনিধি না পাঠানোর কথা জানিয়েছে। তিনটি টেস্ট খেলিয়ে দেশ যোগ না দিলে ভেস্তে যেতে পারে এসিসির বার্ষিক সাধারণ সভাও। ফলে ভারতীয় বোর্ডের অনড় অবস্থানের সামনে এক রকম দিশাহারা দশা পিসিবি চেয়ারম্যান নকভির।

এসিসির পূর্ণ সদস্যদেশগুলি হল নেপাল, সংযুক্ত আরব আমিরশাহি, সিঙ্গাপুর, মালয়েশিয়া, তাইল্যান্ড, হংকং, কুয়েত, সৌদি আরব, ওমান, এবং কাতার। অ্যাসোসিয়েটস সদস্য দেশগুলি হল বাহারিন, ভুটান, কম্বোডিয়া, তাজিকিস্তান, মলদ্বীপ, জাপান, ইরান, চিন, মায়ানমার এবং ইন্দোনেশিয়া। এই দেশগুলির মধ্যে ওমান, নেপাল, মালয়েশিয়া, সিঙ্গাপুর, তাইল্যান্ড, কুয়েত, সংযুক্ত আরব আমিরশাহি, বাহরিন, ভুটান, মলদ্বীপ, মায়ানমার এবং ইন্দোনেশিয়াও বৈঠকে যোগ দেওয়ার ব্যাপারে নিশ্চিত করে কিছু জানায়নি। এই দেশগুলির ক্রিকেট কর্তারা তাকিয়ে রয়েছেন বিসিসিআইয়ের দিকে।

পূর্ব সূচি অনুযায়ী, আগামী সেপ্টেম্বরে ভারতে হওয়ার কথা ছিল এশিয়া কাপ। পহেলগাঁওয়ে জঙ্গি হামলা এবং ভারত-পাকিস্তান সামরিক সংঘর্ষের পর তা আর সম্ভব নয়। নিরপেক্ষ কোনও দেশে প্রতিযোগিতা হলে তবেই ভারত এবং পাকিস্তান দু’দেশের অংশগ্রহণ নিশ্চিত হতে পারে। গত চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) মধ্যস্থতা বৈঠকে পিসিবি কর্তারা জানিয়ে দেন, ভারতে কোনও ক্রিকেট দল পাঠাবেন না তাঁরা।

এই পরিস্থিতিতে ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তানের মতো দেশ এশিয়া কাপ থেকে সরে দাঁড়ালে প্রতিযোগিতা আয়োজন অসম্ভব হয়ে পড়বে। এশিয়ার প্রথম সারির ক্রিকেট খেলিয়ে দেশ হিসাবে পড়ে থাকবে শুধু পাকিস্তান এবং বাংলাদেশ। বাকি ছোটদেশগুলিকে নিয়ে প্রতিযোগিতা হলে তার কোনও আকর্ষণ থাকবে না। স্পনসরেরাও বেঁকে বসতে পারেন।

পরিস্থিতি আঁচ করে বার্ষিক সাধারণ সভা সিঙ্গাপুরে সরিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবছেন এসিসি কর্তাদের একটা অংশ। কিন্তু অনড় অবস্থান বজায় রেখেছেন নকভি। তিনি সবুজ সঙ্কেত না দিলে বৈঠক ঢাকা থেকে সরিয়ে অন্য কোনও দেশে নিয়ে যাওয়া কঠিন। তা ছাড়া বিসিবি কর্তারা সব ব্যবস্থা করে ফেলেছেন। শেষ মুহূর্তে বৈঠক ঢাকা থেকে সরিয়ে দিলে বিসিবি কর্তারাও কঠোর অবস্থান নিতে পারেন। সব মিলিয়ে আগামী এশিয়া কাপ ঘিরে অনিশ্চয়তা বেড়েই চলেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়