শিরোনাম
◈ সরকারি চাকরির সংশোধিত অধ্যাদেশের গেজেট প্রকাশ ◈ স্বাস্থ্য পরীক্ষার জন্য রাতেই হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া ◈ এক লাখ ৪০ হাজার টন সার আমদানি করছে সরকার ◈ তিন শিক্ষার্থী ও দুই জন অভিভাবক এখনো নিখোঁজ, বলছে স্কুল কর্তৃপক্ষ ◈ বাংলাদেশ ব্যাংকে শালীন ও পেশাদার পোশাকের নির্দেশনা, নারী-পুরুষ কর্মীদের জন্য স্পষ্ট বিধি ◈ আগামী বছরের প্রথমার্ধেই নির্বাচন হতে হবে: জামায়াত আমির (ভিডিও) ◈ যেতে বসেছে ঐতিহ্যবাহী গরুর গাড়ি ◈ আই‌সি‌সির টি-‌টো‌য়ে‌ন্টি বো‌লিং র‍্যাঙ্কিংয়ে সেরা দশে মোস্তাফিজ ◈ ঢাকায় পি‌সি‌বির সভাপ‌তি, ভারত ও শ্রীলঙ্কা ছাড়াই বৃহস্প‌তিবার  শুরু হ‌চ্ছে এসিসির সভা ◈ মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত ২২ মরদেহ হস্তান্তর

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২৫, ১০:০৪ দুপুর
আপডেট : ২৪ জুলাই, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

লিও‌নেল মেসি কি সর্বকালের সেরা ফ্রি কিক টেকার

স্পোর্টস ডেস্ক : রেকর্ডের জন্ম হয় ভাঙ্গার জন্যই। প্রতিনিয়ত নিত্য নতুন রেকড তৈরি হচ্ছে ফুটবল বিশ্বে। সেটা আবার ভেঙ্গে যাচ্ছে নিমিষেই। তবে এমন কিছু রেকর্ড তৈরি করে যাচ্ছেন লিওনেল মেসি, সেটা আদতে কারও পক্ষে ভাঙা সম্ভব হবে কি না, তা নিয়ে আছে যথেষ্ট সংশয়।
 
স্বীকৃত ফুটবলে সবচেয়ে বেশি গোলের মালিক এখন ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ছুটছেন এক হাজার গোলের মাইলফলক স্পর্শ করতে। তবে এরই মধ্যে তার একটা অনন্য রেকর্ড হাতছাড়া হয়েছে লিওনেল মেসির কাছে। -- সময়‌নিউজ
 
রোনালদোর মোট গোলসংখ্যা ৯৩৮। যার মধ্যে ফিল্ড গোল্ড ৭৬৩। বাকি ১৭৫টি গোল তিনি করেছেন পেনাল্টি থেকে। এইখানেই সিআরসেভেনকে পেছনে ফেলেছেন লিও। রোনালদোর চেয়ে মেসির গোল সংখ্যা কম ৬৪টি। তবে ফিল্ড গোলে তিনি রোনালদোর তুলনায় এগিয়ে। 

মেসির ৮৭৪ গোলের মধ্যে ১১০টি এসেছে পেনাল্টি থেকে, বাকি ৭৬৪টি সর্বকালের সেরা ফুটবলারের ফিল্ড গোল।

এদিকে, লিওনেল মেসির ফ্রি কিক গোল নিয়েও শুরু হয়েছে আলোচনা। সেট পিস থেকে যেসব দৃষ্টিনন্দন গোল উপহার দেন লিও, তাতে অনেকেই বলে থাকেন সর্বকালের সেরা ফ্রি কিক টেকার তিনি। কিন্তু এখান থেকে গোল স্কোরিং-এ এখন বেশ পিছিয়ে লিওনেল মেসি।
 
ফ্রি কিক থেকে মেসির গোল সংখ্যা এখন ৬৯টি। যে তালিকায় সবার উপরে অবস্থান করছেন ব্রাজিলের মার্সেলেনিও ক্যারিওকা। তার দখলে আছে ৭৮টি গোল। তার চেয়ে তিন গোল কম নিয়ে তালিকার দুই নম্বরে আছেন আরেক ব্রাজিলিয়ান রবার্তো দিনামিতে। আরেক ব্রাজিলিয়ান কিংবদন্তি জুনিনহোর ফ্রি কিক গোল সংখ্যা ৭২।
 
এদিকে মেজর লিগ সকারে দুর্দান্ত ফর্মে আছেন লিওনেল মেসি। শেষ পাঁচ ম্যাচে তার পা থেকে এসছে ৮ গোল। এক সপ্তাহে তিনটি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন তিনি। তাই ইন্টার মায়ামি কর্তৃপক্ষ চাচ্ছে লিওকে বিশ্রামে রাখেতে।

চাইলেই তা পারছে না হেরন্স। কারণ বৃহষ্পতিবার এমএলএস অলস্টারের হয়ে মাঠে নামার কথা রয়েছে মেসির। যদিও লিগা ম্যাক্স অলস্টারের বিপক্ষে এই ম্যাচে লিও খেলবেন না বলেই জানিয়েছিলেন হাভিয়ের মাশ্চেরানো। কিন্তু শেষ পর্যন্ত মেসি এমএলএস'র অ্যানুয়াল এই ম্যাচে খেলবেন বলেই সম্মতি দিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়