শিরোনাম
◈ গোপালগঞ্জে কাদের গুলিতে চারজন নিহত? ◈ ফিরে দেখা ১৮ জুলাই: ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিকে ঘিরে ব্যাপক সংঘর্ষ, সারাদেশে নিহত ৩১ ◈ ইরানে ফের হামলার পরিকল্পনা ইসরায়েলের ◈ ওবামা দম্পতির বিয়েবিচ্ছেদের গুজব উড়িয়ে মিশেল বললেন: "এক মুহূর্তের জন্যও বারাককে ছেড়ে যাওয়ার কথা ভাবিনি" ◈ কুমিল্লায় হত্যার রহস্য উন্মোচন: ঋণের টাকা পরিশোধ করতে অটো চালক বন্ধুকে কুপিয়ে হত্যা, প্রধান অভিযুক্ত গ্রেফতার ◈ গোয়েন্দা ব্যর্থতায় হাসিনার পতন, কলকাতায় বসে দাবি হাছান মাহমুদের ◈ দুর্দান্ত খে‌লে‌ছে বাংলা‌দেশ নারী দল, ভুটান‌কে হারা‌লো ৩-০ গো‌লে ◈ ১৮ জুলাই যে পদ্ধতিতে ৫ দিন মেয়াদি ফ্রি ইন্টারনেট পাবেন গ্রাহকরা ◈ মতিঝিলে সেনা কল্যাণ ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট ◈ ১৭ বছরের কিশোরকে নিয়ে পালালেন ৪০ বছর বয়সী দুই সন্তানের জননী

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২৫, ০৬:১০ বিকাল
আপডেট : ১৮ জুলাই, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

সা‌কি‌বের দুবাই ক‌্যা‌পিটালস‌কে হা‌রি‌য়ে গ্লোবাল সুপার লি‌গের ফাইনা‌লে রংপুর রাইডার্স

স্পোর্টস ডেস্ক : গ্লোবাল সুপার লিগে (জিএসএল) রংপুর রাইডার্সের জয়যাত্রা চলছেই। এবার নুরুল হাসান সোহানের দলের শিকার সাকিব আল হাসানের দুবাই ক্যাপিটালস। রংপুরের এটি টানা তিন জয়। আর তাতেই টুর্নামেন্টের ফাইনালে এক পা দিয়ে রাখলো তিস্তা পাড়ের দলটি। 

আগে ব্যাট করে ১৫৮ রান সংগ্রহ করেছিল রংপুর। জবাবে ব্যাট করতে নেমে ১৫০ রানে থামে দুবাই। রংপুর পায় ৮ রানের জয়। -- ডেই‌লি ক্রিকেট

গায়ানায় টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন সোহান। তবে রংপুরের শুরুটা ভালো হয়নি। প্রথম ওভারেই ইবরাহিম জাদরানের উইকেট হারায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। তবে আরেক ওপেনার সৌম্য সরকার করেছেন দারুণ ব্যাটিং। ২৮ বলে ৪ ছক্কায় ৩৬ রানের ইনিংস খেলেছেন রংপুর ওপেনার।

ইফতেখার আহমেদ খেলেছেন ৩২ বলে ৪১ রানের ইনিংস। এছাড়াও ১৮ বলে ৩৪ রানের অপরাজিত ইনিংস খেলেছেন সোহান। সাকিব আল হাসান ৪ ওভারে ১৬ রান দিয়ে শিকার করেছেন ১ উইকেট।

১৫৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে দুবাই। তবে আইএল টি-টোয়েন্টির চ্যাম্পিয়নদের ম্যাচে রাখেন সাদিকুল্লাহ আতাল ও সঞ্জয় কৃষ্ণমুর্তি। দুজনের ব্যাট থেকে এসেছে যথাক্রমে ৩৮ ও ২৭ রান।

সাকিব তেমন কিছু করতে পারেননি। ৭ বলে করেছেন ৩ রান তবে দুবাইকে ম্যাচে রাখেন কায়েস আহমেদ। ৮ বলে ১৮ রানের ক্যামিও খেলে দুবাইকে স্বপ্ন দেখাচ্ছিলেন তিনি। তবে শেষ ওভারে ৯ রানের সমীকরণ মেলাতে পারেননি ডমিনিক ড্রিকস।

রংপুরের হয়ে ৩ ওভারে ২০ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছেন সাইফ হাসান। দুটি উইকেট শিকার করেছেন খালেদ আহমেদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়