শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে পোশাকে ট্রাম্পের শুল্ক আঘাত, বিপাকে পশ্চিমবঙ্গের ১৫ হাজার গার্মেন্টস, আছে বাংলাদেশ ফ্যাক্টরও ◈ ক্রিকেট বো‌র্ডে নির্বাচন কর‌বেন তামিম ইকবাল! ◈ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, আহত ৩০ ◈ নুরুল হক নুর-এর খোঁজ নিয়েছেন বেগম খালেদা জিয়া ◈ প্রথম জয়ের স্বাদ পেলো ম‌্যান‌চেস্টার ইউনাই‌টেড ◈ এবার নিষিদ্ধের পথে এরশাদের গড়া জাতীয় পার্টি? ◈ মায়োর্কাকে ২-১ গোলে হারা‌লো রিয়াল মা‌দ্রিদ ◈ নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের বিবৃতি ◈ কোয়াড সম্মেলন ঘিরে অনিশ্চয়তা, ট্রাম্পের ভারত সফর স্থগিত ◈ আইসিইউতে আরও ৩৬ ঘণ্টা পর্যবেক্ষণে নুরুল হক নুর

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৫, ০৪:০৯ দুপুর
আপডেট : ২৬ আগস্ট, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

‌টে‌স্টে বোলিং‌য়ে শতবছ‌রের রেকর্ডে নাম লেখা‌লেন অ‌স্ট্রেলিয়ার স্কট বোল্যান্ড

স্পোটর্স ডেস্ক : টেস্ট ইতিহাসে শত বছরের রেকর্ডে নাম লিখিয়েছেন অস্ট্রেলিয়ার পেসার স্কট বোল্যান্ড। স্যাবাইনা পার্কে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে মাত্র ৩৪ রান খরচায় ৩ উইকেট শিকার করেন অজি এ পেসার। আর তাতেই টেস্ট ক্রিকেটের ইতিহাসে গত ১১৫ বছরের মধ্যে সেরা বোলিং গড়ের মালিক হয়েছেন। টেস্টে অন্তত ২০০০ বল করেছেন এমন বোলারদের মধ্যে বোল্যান্ড এখন সবার ওপরে। -- ডেই‌লি ক্রিকেট

ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে মাত্র ৩৪ রান খরচায় ৩ উইকেট নিয়ে বোল্যান্ড টেস্ট ক্রিকেটের ইতিহাসে গত ১১৫ বছরের মধ্যে সেরা বোলিং গড়ের মালিক হয়েছেন। টেস্টে অন্তত ২০০০ বল করেছেন এমন বোলারদের মধ্যে বোল্যান্ড এখন সবার ওপরে।

১৪টি টেস্টে বোল্যান্ড এখন পর্যন্ত ১৭.৩৩ গড়ে শিকার করেছেন ৫৯টি উইকেট। এ তালিকায় তিনি পেছনে ফেলেছেন স্বদেশি কিংবদন্তি বার্ট আয়রনমঙ্গারকে যিনি ১৯২৮ থেকে ১৯৩৩ পর্যন্ত খেলা ১৪ টেস্টে ৭৪ উইকেট নিয়েছিলেন ১৭.৯৭ গড়ে। ১৯০০ সালের পর টেস্ট খেলা বোলারদের মধ্যে কেবল ইংল্যান্ডের সিড বার্নেসের গড়ই (১৬.৪৩ গড়ে ১৮৯ উইকেট) বোল্যান্ডের চেয়ে ভালো।

স্যাবাইনা পার্কে ২২৫ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। এরপর দ্বিতীয় দিনে পেসারদের দাপটে ওয়েস্ট ইন্ডিজকে গুটিয়ে দেয় ১৪৩ রানে। বোল্যান্ড নেন ৩ উইকেট, প্যাট কামিন্স ও জশ হ্যাজলউড পান ২টি করে।

বোল্যান্ডের কীর্তির দিনে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে লিড নিয়েছে ৮২ রানের। তবে দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালো করতে পারেনি অজিরা। ৯৯ রান তুলতেই ৬ উইকেট হারিয়েছে প্যাট কামিন্সের দল। তিন নম্বরে নামা ক্যামেরন গ্রিন অপরাজিত আছেন ৪২ রানে। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সবচেয়ে সফল বোলার আলজারি জোসেফ, মাত্র ১৯ রানে নেন ৩ উইকেট।

প্রথম দুই টেস্ট জিতে সিরিজ আগেই নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়