শিরোনাম
◈ আটকের গুজব উড়িয়ে দিলেন সাবেক মন্ত্রী এমএ মান্নান, বললেন ‘ভালো আছি, বাসায় আছি’ ◈ মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ড: ‘আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না, আমি ফাঁইসা গেছি’, গ্রেপ্তার রবিনের দাবি ◈ মার্কিন যুক্তরাষ্ট্রের ৪০% মূল্য সংযোজন চাহিদা বাংলাদেশী ব্যবসায়ীদের জন্য চ্যালেঞ্জ : বিজিএমইএ সভাপতি ◈ সাকিবের জন্য জাতীয় দলের দরজা সবসময় খোলা, বললেন বিসিবির মিডিয়া বিভাগের প্রধান ◈ অন্যায়কারী যেই হোক, প্রশ্রয় নয়: মিটফোর্ড হত্যাকাণ্ডে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তারেক রহমানের ◈ ডেঙ্গু ঝুঁকিতে কুমিল্লার ছিন্নমূল মানুষেরা, দেখার কেউ নেই ◈ জনবল ও অর্থ সংকটে ধুঁকছে কুমিল্লার ময়নামতি রেশমকেন্দ্র ◈ নির্বাচনের আগে যে কোনো মূল্যে পরিস্থিতি স্বাভাবিক করা হবে: উপ-প্রেস সচিব ◈ রাষ্ট্র সংস্কারে ঐকমত্য কতদূর? নানা প্রশ্ন ◈ ২ নেতাকে বহিষ্কার করেছে যুবদল, পুলিশ বলছে ‘আসামিদের পরিচয় মেলেনি’: সোহাগ হত্যাকাণ্ড

প্রকাশিত : ১২ জুলাই, ২০২৫, ১১:১৪ দুপুর
আপডেট : ১৩ জুলাই, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

সা‌কিব আল হাসান ব্যাটে-বলে বিবর্ণ, দুবাইয়ের ৭ উই‌কে‌টে হার

স্পোর্টস ডেস্ক : সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্যে গ্লোবাল সুপার লিগে নিজেদের প্রথম ম্যাচে দারুণ জয় তুলে নিয়েছিল দুবাই ক্যাপিটালস। তবে দ্বিতীয় ম্যাচেই ৭ উইকেটের ব্যবধানে হেরেছে দলটি। এই ম্যাচে ব্যাটে-বলে বিবর্ণ পারফরম্যান্স করেছেন সাকিব। আগে ব্যাট করে ১৪২ রানের বেশি করতে পারেনি দুবাই। -- ক্রিক‌ফ্রেঞ্জি

জবাবে খেলতে নেমে ৩ ওভার আগেই বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে হোবার্ট হারিকেন্স। শুরুতে ভানুকা রাজাপাকশেকে হারালেও দারুণ ব্যাটিং করেছেন বেন ম্যাকডারমট ও ম্যাকএলিস্টার রাইট। ম্যাকডারমট আউট হয়েছেন ৪৮ রান করে। যদিও হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন রাইট। তিনি ৪৭ বলে ৫০ রান করে আউট হয়েছেন।

এছাড়া জ্যাক ডোরান অপরাজিত ২৩ রানের ইনিংস খেলে হোবার্টের জয় নিশ্চিত করে মাঠ ছেড়েছেন। দুবাইয়ের হয়ে সাকিব ৩৪ রান খরচ করলেও কোনো উইকেটের দেখা পাননি। প্রথম দুই ওভারে সাকিব ১০ রান করে খরচ করেন। এরপর তৃতীয় ওভারে তিনি ৫ রান দেন। আর শেষ ওভারে সাকিব ৯ রান খরচ করেছেন।

সাকিব উইকেট না পেলেও একটি করে উইকেট নিয়েছেন রোহান মোস্তফা, কাইস আহমেদ ও আরায়ামান ভার্মা। তবে কেউই পার্থক্য গড়ে দিতে পারেননি। ফলে হার মেনে নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদের। এর আগে দুবাই ক্যাপিটালসের বিপক্ষে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় হোবার্ট হারিকেন্স।

ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় দুবাই। তারা ৪৮ রানের মধ্যে হারায় ৩ উইকেট। ওপেনার সেদিকউল্লাহ অটলের ব্যাট থেকে আসে ১১ বলে ২৫ রান। মোস্তফা আউট হন ১২ রান করে। ১২ রান আসে নিরোশান ডিকওয়েলার ব্যাট থেকে। সাকিবও থিতু হতে পারেননি।

মোহাম্মদ নবিকে সামনে পেয়ে লং অনের উপর দিয়ে ছক্কা মারেন বাঁহাতি এই ব্যাটার। এক বল পর এক্সট্রা কভারের উপর দিয়ে ছক্কা মারার চেষ্টায় জেইক দুরানের হাতে ক্যাচ দিয়েছেন সাকিব। বিগ ব্যাশের চ্যাম্পিয়নদের বিপক্ষে বাংলাদেশের সাবেক অধিনায়ক আউট হয়েছেন ১০ বলে ৭ রান করে। এরপর বৃষ্টির কারণে বেশ খানিক্ষণ বন্ধ থাকে খেলা।

বৃষ্টির পর আবারও খেলা শুরু হলেও ছন্দ ফিরে পায়নি দুবাই। নিয়মিত বিরতিতে তারা উইকেট হারিয়েছে। ১৪ রান করে কাদিম আলিয়েন আউট হয়ে যান। অধিনায়ক গুলবাদিন নাইবের ব্যাট থেকে আসে ২৭ বলে ৩১ রান। জেসে বোটান আউট হয়েছেন ১৮ বলে ১৮ রান করে। শেষদিকে ডমিনিক ড্রাকেসের ৯ বলে ১১ ও আরায়ামান ভার্মার ৬ বলে ৫ রানে ১৪০ পেরোতে পারে দিল্লি। ২ রান করে অপরাজিত ছিলেন কাইস আহমেদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়