শিরোনাম

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২৫, ০৬:৫১ বিকাল
আপডেট : ০৭ আগস্ট, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

উইম্বলডনের সেমিফাইনালে সাবালেঙ্কা, শিরোপা জ‌য়ের পথে আলকারাজ

স্পোর্টস ডেস্ক : লরা সিগেমুন্ডকে হারিয়ে উইম্বলডনের নারী এককের সেমিফাইনালে উঠলেন আরিনা সাবালেঙ্কা। পতনের কিনারে দাঁড়িয়েও প্রায় তিন ঘণ্টার লড়াইয়ে ৪-৬, ৬-২, ৬-৪ গেমে জেতেন বেলারুশের তারকা। প্রথম চার রাউন্ডে সরাসরি সেটে জয়ের পর আসরে সবচেয়ে কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে হলো আরিনা সাবালেঙ্কাকে। - যমুনা‌নিউজ

বছরের তৃতীয় গ্র্যান্ড স্ল্যামের নারী এককে সবচেয়ে ফেভারিটদের একজন সাবালেঙ্কার বিপক্ষে মঙ্গলবার কোয়ার্টার ফাইনালে প্রথম সেট জিতে চমক দেখান ৩৭ বছর বয়সী সিগেমুন্ড। সাবালেঙ্কা সমতা টানার পর তৃতীয় সেটে লড়াই হয় তুমুল। একপর্যায়ে ৩-১ এ এগিয়ে যান এখানে আগে কখনও এককে দ্বিতীয় রাউন্ড পার হতে না পারা সিগেমুন্ড। তবে শেষমেশ ঘুরে দাঁড়িয়ে পরের ধাপে জায়গা করে নেন সাবালেঙ্কা। প্রায় তিন ঘণ্টার লড়াইয়ে ৪-৬, ৬-২, ৬-৪ গেমে জেতেন তিনবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী।

এদিকে, পুরুষ এককে হ্যাটট্রিক শিরোপার পথে আরেকটু এগিয়েছেন কার্লোস আলকারাজ। আজ কোয়ার্টার ফাইনালে ব্রিটেনের ক্যামেরন নরিকে সরাসরি সেটে হারিয়ে শেষ চারে উঠেছেন গত দুবারের উইম্বলডন চ্যাম্পিয়ন।

ক্যামেরন নরিকে ৬-২, ৬-৩, ৬-৩ গেমে সহজেই হারিয়েছেন দ্বিতীয় বাছাই আলকারাজ। এই জয় পেতে স্প্যানিশ তারকার লেগেছে ৯৯ মিনিট। সেমিফাইনালে তার প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের টেলর ফ্রিটজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়