শিরোনাম
◈ পার্বত্য চট্টগ্রামের একশ স্কুলে এবছরই ই-লার্নিং চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার ◈ ডার্পা প্রযুক্তি : যেভাবে তারবিহীন বিদ্যুৎ আবিষ্কার করে অবাক করলো বিশ্বকে (ভিডিও) ◈ নির্বাচন নিয়ে আবার সন্দেহ, অনিশ্চয়তার কথা কেন আসছে? ◈ মর‌ক্কোর স‌ঙ্গে প্রী‌তি ম্যাচ খেল‌তে চায় বাংলাদেশ, ক্রীড়া উপদেষ্টার প্রস্তাব ◈ অ‌ক্টোব‌রে বিপিএলের ড্রাফট, নতুন করে চার ভেন্যুর অডিট হবে  ◈ ঢাকার বিদেশ মন্ত্রণালয় কার্যত অভিভাবক শূন্য! ◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার

প্রকাশিত : ০২ জুলাই, ২০২৫, ০৬:৫৪ বিকাল
আপডেট : ০৩ জুলাই, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

গলফার সিদ্দিকুর ক্রিকেটারদের ছক্কা মারা শেখা‌বেন

স্পোর্টস ডেস্ক : বাংলা‌দে‌শের ক্রিকেটার‌দের বিরু‌দ্ধে অ‌ভি‌যোগ আ‌ছে যে তা‌দের হাতে জোর নেই, বল মারলে বাউন্ডারি পার হয় না- বাংলাদেশের ক্রিকেটারদের বিরুদ্ধে এমন অভিযোগ ভক্ত-সমর্থকদের। তাহলে কীভাবে পাওয়ার হিটিং বা জোরে বল মারা যায়? ব্যাটারদের সেই কৌশল শেখাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শরণাপন্ন হয়েছে দেশের তারকা গলফার সিদ্দিকুর রহমানের। একজন গলফার কীভাবে জোরে বল মারে সেটাই ক্রিকেটারদের শেখাবেন দুবারের এশিয়ান ট্যুর চ্যাম্পিয়ন সিদ্দিকুর রহমান।-- জা‌গে‌নিউজ

ক্রিকেটাররা যেভাবে ছক্কা মারতে গিয়ে বলে জোরে হিট করেন, ঠিক একইভাবে গলফ কোর্সে গলফাররাও বলে জোরে হিট করেন এবং সেই বল অনেক দূরে নিয়ে গিয়ে নির্দিষ্ট হোলে ফেলতে হয়। গলফাররা কীভাবে এত জোরে বলে হিট করেন, সেই পাওয়ার হিটিংটাই ব্যাটারদের শেখানোর জন্য সিদ্দিকুরের সঙ্গে যোগাযোগ করেছে বিসিবি।

জানা গেছে, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছিল তাদের একজন সৈয়দ আবিদ হোসেন সামির মাধ্যমে ক্রিকেট বোর্ডের প্রস্তাব পেয়েছিলেন সিদ্দিকুর রহমান। আবিদ হোসের সামি অবশ্য মঙ্গলবার দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

সিদ্দিকুর রহমান এখন আছেন মরক্কোয়। মঙ্গলবার সন্ধ্যায় মরক্কো থেকে সিদ্দিকুর রহমান বিসিবি থেকে প্রস্তাব পাওয়ার বিষয়টি স্বীকার করেন। তবে তিনি এই প্রতিবেদকের কাছ থেকে জানতে পেরেছেন, যার মাধ্যমে প্রস্তাব পেয়েছেন সেই সামি এরইমধ্যে পদত্যাগ করেছেন।

আপনি কি কাজ করতে বিসিবিকে সম্মতি দিয়েছেন? ‘আসলে আমার ব্যস্ত শিডিউল। এই ব্যস্ত শিডিউলের সাথে মিলিয়ে বিসিবিকে একটা শিডিউল দেবো। যদি সেভাবে হয় তাহলে সম্ভব। ৮ জুলাই দেশে ফিরবো। একদিন থেকে ১০ জুলাই মালয়েশিয়ায় যাবো। সেখান থেকে ফেরার পর যদি ক্রিকেটারদের সাথে বসতে পারি, বসবো’- বলেন সিদ্দকুর রহমান।

আপনার সাথে জাতীয় দল প্রসঙ্গে আলোচনা হয়েছে নাকি অন্য কোনো দল? ‘আসলে জাতীয় দল নিয়ে আমার সাথে কোনো আলোচনা হয়নি। আমাকে অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের সাথে কাজের কথা বলা হয়েছিল’- বলেন সিদ্দিুকর।
আপনি কীভাবে ক্রিকেটারদের জোরে মারার বিষয়টি শেখাবেন? ‘দেখুন, আমি তো ক্রিকেটার না।

সেভাবে বুঝবোও না। আমি ওদের গলফের গল্প শোনাবো। গলফে কীভাবে বল জোরে মারা হয়, আমি কীভাবে মারি সেই গল্পই কর্মশালার মাধ্যমে বলবো। সেখান থেকে ক্রিকেটাররা যতটুকু ধারণা নিতে পারবো’- বলেন গলফ দুনিয়ায় বাংলাদেশকে চেনানো সিদ্দিকুর রহমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়