শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ০১ জুলাই, ২০২৫, ০৬:৩৫ বিকাল
আপডেট : ০২ জুলাই, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

মে‌সি আর্জেন্টিনায় ফির‌তে যুক্তরাষ্ট্র ছাড়ছেন?

স্পোর্টস ডেস্ক : আগামী বছর হতে যাওয়া ফিফা বিশ্বকাপের অন্যতম সহআয়োজক যুক্তরাষ্ট্র। সরাসরি কিছু না জানালেও ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সিতে আরেকবার মাঠে নামবেন লিওনেল মেসি, আর্জেন্টাইন সমর্থকেরা সে আশায় বুক বাঁধতেই পারেন। কিন্তু এমএলএসের মতো টুর্নামেন্টে খেলে বিশ্বকাপ ধরে রাখার মিশনে মেসি নিজেকে কতটা প্রস্তুত করতে পারবেন, সে প্রশ্ন ওঠাও অস্বাভাবিক নয়। বিশেষ করে পিএসজির বিপক্ষে মায়ামির পারফরম্যান্স দেখার পর সে প্রশ্নটা আরও বেশি হাওয়া পেয়েছে।

তবে আর্জেন্টাইন সমর্থকদের খুশি হওয়ার মতো এক খবর দিয়েছেন এস্তেবান এদুল। আর্জেন্টিনার বিখ্যাত এ সাংবাদিক জানিয়েছেন, বিশ্বকাপের আগে নিজেকে প্রস্তুত করতে মায়ামি ছেড়ে মাস ছয়েকের জন্য অন্য ক্লাবে যাওয়ার কথা ভাবছেন মেসি।

এক টেলিভিশন অনুষ্ঠানে এদুল বলেছেন, ‘লিও মেসি ও তাঁর পরিবার আমাকে জানিয়েছেন, বিশ্বকাপের ছয় মাস আগে অন্য কোথাও খেলার কথা ভাবছেন তিনি (মেসি)। ওই সময়টাতে ইন্টার মায়ামিতে থাকার চুক্তি প্রায় চূড়ান্ত ছিল, কিন্তু এখন সেটা স্থগিত রাখা হয়েছে।

এর আগে ২০২৩ সালের জুলাইয়ে পিএসজি ছেড়ে মায়ামিতে যোগ দেন মেসি। ফ্লোরিডার ক্লাবটিতে আর্জেন্টাইন মহাতারকার বর্তমান চুক্তির মেয়াদ চলতি বছরের শেষ পর্যন্ত। তা মায়ামির সঙ্গে চুক্তি নবায়ন না করে মেসি কোন ক্লাবে যাবেন?

এ সম্পর্কে নিজের ধারণার কথা জানিয়েছেন এদুল। আর্জেন্টাইন ক্রীড়া সাংবাদিকের ভাষায়, ‘আমার মনে প্রথমে নিওয়েলস (আর্জেন্টিনায় মেসির শৈশবের ক্লাব নিওয়েলস ওল্ড বয়েজ) আর বার্সেলোনার নামই আসে।

উল্লেখ্য, সংস্কারকাজ ও আসন সংখ্যা বাড়ানোর কাজ শেষ হওয়ায় আগামী মৌসুম থেকে আবার নিজেদের মূল স্টেডিয়াম কাম্প ন্যু-তে ফিরছে বার্সেলোনা। এর আগেও অনুমান ছিল, নতুন কাম্প ন্যু-তে বার্সায় ফেরার সময়ে মেসিও ফিরতে পারেন বার্সায়। তবে বার্সা নতুন করে পুরোনো স্টেডিয়ামে পথচলা শুরু করবে আগস্টে, আর মেসি যদি মাস ছয়েকের জন্য বার্সায় যোগ দিতেও চান, সেটা জানুয়ারির আগে হওয়ার সুযোগ কম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়