শিরোনাম
◈ নুরাল পাগলার কবরকেন্দ্রিক সংঘর্ষ: পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুরে ৩,৫০০ জনের বিরুদ্ধে মামলা ◈ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে কেন? ◈ এবার গণঅধিকার পরিষদকে নিষিদ্ধ করার দাবি জাতীয় পার্টির মহাসচিবের ◈ কক্সবাজা‌রের নাফ নদীতে আরাকান আর্মির তৎপরতা, জেলে নিখোঁজ, কী হচ্ছে সেখানে? ◈ যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে শক্তিশালী প্রত্যাবর্তন: এক বছরে মন্দা থেকে শীর্ষে বাংলাদেশ ◈ শনিবার সাধারণ ছুটি : কারা পাবেন, কারা পাবেন না ◈ জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুজন গুলিবিদ্ধ ◈ শবনম ফারিয়ার পোস্ট, কমেন্টে যা বললেন সারজিস আলম ◈ জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি ৪০ দলের নেতাদের ◈ ফরিদপুরে ফের মহাসড়কের অবরোধ তুলে নিলো বিক্ষুব্ধ জনতা, সংঘর্ষ 

প্রকাশিত : ২৭ জুন, ২০২৫, ১০:০৩ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

ফুটসাল খেল‌বে বাংলা‌দেশ, প‌ড়ে‌ছে চ্যাম্পিয়ন ইরানের গ্রুপে

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ পুরুষ ফুটবল দল কখনও আন্তর্জাতিক ফুটসাল খেলেনি। এবারই প্রথম এশিয়ান কাপ ফুটসাল বাছাইয়ে নাম দিয়েছে তারা। অভিষেক আসরেই চ্যাম্পিয়ন ইরানের গ্রুপে পড়েছে বাংলাদেশ। 

এএফসির সদর দপ্তর মালয়েশিয়ার কুয়ালালামপুরে বৃহস্পতিবার (২৬ জুন) এশিয়ান কাপ ফুটসাল বাছাইয়ের ড্র অনুষ্ঠিত হয়েছে। যেখানে বাংলাদেশ পড়েছে ‘জি’ গ্রুপে। এই গ্রুপের স্বাগতিক মালয়েশিয়া। অন্য দুই প্রতিপক্ষ ইরান ও সংযুক্ত আরব আমিরাত। ইরান এশিয়ান ফুটসালের বর্তমান ও সর্বোচ্চ ১৩ বারের চ্যাম্পিয়ন। 

এশিয়ান কাপ বাছাইয়ে ৩১টি দল অংশগ্রহণ করছে। সাত গ্রুপে চারটি করে, আরেকটি গ্রুপে তিন দল। আট গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা সাত রানার্সআপ চূড়ান্ত পর্বে খেলবে। বাছাইপর্ব অনুষ্ঠিত হবে ২০-২৪ সেপ্টেম্বর। আগামী বছর ২৭ জানুয়ারি–৭ ফেব্রুয়ারি ইন্দোনেশিয়ায় হবে মূল পর্ব। টুর্নামেন্টটিতে স্বাগতিক ইন্দোনেশিয়া সরাসরি খেলার সুযোগ পাবে।

বাংলাদেশের গ্রুপে ইরান থাকায় স্বাভাবিকভাবেই তারা গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার প্রধান দাবিদার। ফলে মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাত এই দুই দলের বিপক্ষে লড়াই হবে বাংলাদেশের মূল লক্ষ্য। বাফুফের ফুটসাল কমিটি একটি জাতীয় টুর্নামেন্ট আয়োজন করে দল গঠনের পরিকল্পনা করেছিল। সেই টুর্নামেন্ট ও দলের প্রস্তুতি কেমন হয় এখন সেটাই দেখার বিষয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়