শিরোনাম
◈ নুরাল পাগলার কবরকেন্দ্রিক সংঘর্ষ: পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুরে ৩,৫০০ জনের বিরুদ্ধে মামলা ◈ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে কেন? ◈ এবার গণঅধিকার পরিষদকে নিষিদ্ধ করার দাবি জাতীয় পার্টির মহাসচিবের ◈ কক্সবাজা‌রের নাফ নদীতে আরাকান আর্মির তৎপরতা, জেলে নিখোঁজ, কী হচ্ছে সেখানে? ◈ যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে শক্তিশালী প্রত্যাবর্তন: এক বছরে মন্দা থেকে শীর্ষে বাংলাদেশ ◈ শনিবার সাধারণ ছুটি : কারা পাবেন, কারা পাবেন না ◈ জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুজন গুলিবিদ্ধ ◈ শবনম ফারিয়ার পোস্ট, কমেন্টে যা বললেন সারজিস আলম ◈ জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি ৪০ দলের নেতাদের ◈ ফরিদপুরে ফের মহাসড়কের অবরোধ তুলে নিলো বিক্ষুব্ধ জনতা, সংঘর্ষ 

প্রকাশিত : ১৯ জুন, ২০২৫, ০৬:২৪ বিকাল
আপডেট : ২৭ জুলাই, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

‌লিঙ্গ প‌রিবর্তন ক‌রে‌ছে, এবার ম‌হিলা ক্রিকেটে খেলতে চে‌য়ে আই‌সি‌সি ও ভারতীয় বো‌র্ডে আবেদন অনয়া বাঙ্গা‌রের

স্পোর্টস ডেস্ক : পুরুষ থেকে মহিলা হওয়ার পর সম্প্রতি খবরে এসেছিলেন সঞ্জয় বাঙ্গারের কন্যা অনয়া। এ বার তিনি আইসিসি, বিসিসিআইয়ের কাছে আবেদন করলেন তাঁকে মহিলাদের ক্রিকেটে অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য। একটি রিপোর্ট পেশ করে রূপান্তরিত হওয়ার প্রমাণও প্রকাশ্যে এনেছেন অনয়া। -- আনন্দবাজার

এই মুহূর্তে, রূপান্তরিত ক্রিকেটারদের মহিলাদের ক্রিকেটে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। ২০২৩ এক দিনের বিশ্বকাপের পর এই সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। তবে রিপোর্ট তুলে ধরে অনয়া দেখিয়েছেন, কেন রূপান্তরিত হলেও তিনি মহিলাদের ক্রিকেটে খেলার যোগ্য।

সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করেছেন অনয়া। সেখানে বলেছেন, “রূপান্তরিত মহিলা ক্রীড়াবিদ হিসাবে আমার যে যাত্রা, তার একটি বিজ্ঞানভিত্তিক রিপোর্ট প্রথম বার সকলের সামনে প্রকাশ করছি। গত কয়েক বছরে হরমোনের চিকিৎসার পর পরিকল্পিত ভাবে শারীরিক পরিবর্তন হয়েছে আমার। এই রিপোর্টে আমার রূপান্তরের বাস্তব প্রভাব দেখানো হয়েছে। কারও মতামত বা অনুমান নয়, স্রেফ তথ্য রয়েছে।

তিনি আরও বলেছেন, “সম্পূর্ণ স্বচ্ছতা এবং আশা নিয়ে এই রিপোর্ট আমি বিসিসিআই এবং আইসিসি-র কাছে পাঠাব। তথ্যের ভিত্তিতে ওদের সঙ্গে কথাবার্তা বলতে চাই। নিজের জন্য জায়গা করে নিতে চাই।

কিছু দিন আগে রূপান্তরিত হওয়ার ভিডিয়ো সমাজমাধ্যমে দিয়েছিলেন অনয়া। জানিয়েছিলেন, ম্যাঞ্চেস্টার মেট্রোপলিটান বিশ্ববিদ্যালয়ে এক বছর হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি (এইচআরটি) করিয়েছেন। তাঁর শরীরের পেশির শক্তি, সহনশীলতা, গ্লুকোজ়‌ এবং অক্সিজেনের মাত্রা সাধারণ কোনও মহিলা ক্রীড়াবিদদের মতোই। ফলে তিনি কোনও বাড়তি সুবিধা পাবেন না বলে জানিয়েছিলেন অনয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়