শিরোনাম

প্রকাশিত : ১৯ জুন, ২০২৫, ০৩:০৬ দুপুর
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ক্লাব বিশ্বকা‌পে ম‌্যান‌চেস্টার সিটির শুভ সূচনা,  লুইসের লাল কার্ড

স্পোর্টস ডেস্ক : জয় দি‌য়ে ক্লাব বিশ্বকাপে যাত্রা শুরু বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির। বুধবার (১৯ জুন) মরক্কোর ক্লাব উইদাদ কাসাব্লাংকার বিপক্ষে ২-০ গোলের জয় নিয়ে ‘জি’ গ্রুপের সূচনায় এগিয়ে গেল পেপ গার্দিওলার শিষ্যরা।

ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত এই ম্যাচে সিটির পক্ষে গোল করেন ফিল ফোডেন ও জেরেমি ডোকু। ম্যাচের দ্বিতীয় মিনিটেই ফোডেন দলকে এগিয়ে দেন। ডোকুর পাস থেকে সাভিনিওর শট গোলরক্ষক ফিরিয়ে দিলে ফিরতি বলে জাল খুঁজে পান ফোডেন। প্রথমার্ধের ৪২ মিনিটে ফোডেনের কর্নার থেকে বল পেয়ে কাছ থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ডোকু।

তবে ম্যাচে একমাত্র অস্বস্তির জায়গা রিকো লুইসের লাল কার্ড। ৮৮ মিনিটে উইদাদের স্যামুয়েল ওবেংয়ের মুখে আঘাত করে সরাসরি লাল কার্ড দেখেন তরুণ ডিফেন্ডার। ফলে পরবর্তী ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল আইনের বিপক্ষে তাকে পাচ্ছে না সিটি।

গ্রুপ ‘জি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী সোমবার (২৩ জুন) সকাল ৭টায় আল আইনের মুখোমুখি হবে সিটি। এরপর গ্রুপ পর্বে শেষ ম্যাচ খেলবে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসের বিপক্ষে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়