শিরোনাম
◈ ডিএনএ পরীক্ষার মাধ্যমে জানতে পেরেছেন, ২২ বছর লালন পালন করা দুই ছেলের কেউই তাঁর সন্তান নয়! ◈ মোবাইল ইন্টারনেটের গতি নিয়ে যে সুখবর দিল বিটিআরসি! কার্যকর হবে সেপ্টেম্বর থেকে ◈ ত্রিদেশীয় সি‌রি‌জে আরব আ‌মিরাত‌কে হারা‌লো পাকিস্তান ◈ নুরের সবশেষ শারীরিক অবস্থা জানালেন ঢামেক পরিচালক ◈ যুক্তরাষ্ট্রে পোশাকে ট্রাম্পের শুল্ক আঘাত, বিপাকে পশ্চিমবঙ্গের ১৫ হাজার গার্মেন্টস, আছে বাংলাদেশ ফ্যাক্টরও ◈ ক্রিকেট বো‌র্ডে নির্বাচন কর‌বেন তামিম ইকবাল! ◈ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, আহত ৩০ ◈ নুরুল হক নুর-এর খোঁজ নিয়েছেন বেগম খালেদা জিয়া ◈ প্রথম জয়ের স্বাদ পেলো ম‌্যান‌চেস্টার ইউনাই‌টেড ◈ এবার নিষিদ্ধের পথে এরশাদের গড়া জাতীয় পার্টি?

প্রকাশিত : ১৪ জুন, ২০২৫, ০৭:৫৬ বিকাল
আপডেট : ২৫ আগস্ট, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ট্রফি থেকে প‌তৌ‌দির নাম মুছে ফেলায় মনকষ্ট বি‌সি‌সিআইর, সম্মানরক্ষায় ইংল্যান্ড বোর্ডকে অনু‌রোধ

স্পোর্টস ডেস্ক : ২০০৭ সালে ইংল্যান্ড-ভারত টেস্ট সিরিজ়ের জয়ী দল পতৌদি ট্রফি পেয়েছে। ইংল্যান্ডের মাটিতে আয়োজিত সিরিজ়ের জয়ী দলকে এই ট্রফি দিত ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। কিন্তু এ বার থেকে সেই ট্রফির বদলে দেওয়া হবে টেন্ডুলকর-অ্যান্ডারসন ট্রফি। পতৌদির নাম এ ভাবে মুছে যাওয়ায় সন্তুষ্ট নয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।\

দু’দেশের দুই সমসাময়িক ক্রিকেটারকে সম্মানিত করতে চান ইংল্যান্ডের ক্রিকেট কর্তারা। -- আনন্দবাজার

শচিন টেন্ডুলকর এবং জেমস অ্যান্ডারসনের নামে নতুন ট্রফির নামকরণ করেছেন তাঁরা। আর তা করতে গিয়ে পতৌদি ট্রফিকে ‘অবসর’এ পাঠিয়ে দিয়েছেন। ইসিবির এই সিদ্ধান্তকে পতৌদি পরিবারের জন্য অসম্মান হিসাবে দেখছে ক্রিকেট মহলের একাংশ।

মনসুর আলি খান পতৌদি ২১ বছর বয়সে ভারতের টেস্ট অধিনায়ক হয়েছিলেন। এখনও পর্যন্ত তিনিই ভারতের সর্বকনিষ্ঠ টেস্ট অধিনায়ক। তাঁর বাবা ইফতিকার আলি খান ইংল্যান্ড এবং ভারত— দু’দেশের হয়েই টেস্ট খেলেছিলেন। পতৌদি ট্রফিকে ‘অবসর’এ পাঠিয়ে দেওয়ার বিষয়টি পছন্দ হয়নি বিসিসিআই কর্তাদেরও। ইসিবিকে ভারতীয় বোর্ডের কর্তারা অনুরোধ করেছেন, ইংল্যান্ড-ভারত টেস্ট সিরিজ়ের কোনও একটি পুরস্কার অন্তত পতৌদির নামে করা হোক। সিরিজ় শুরু হওয়ার এক সপ্তাহ আগেও ইসিবি কোনও ইতিবাচক উত্তর দেয়নি। হাল ছাড়তে নারাজ বিসিসিআইও। ভারতীয় কর্তারা বার বার বিষয়টি মনে করিয়ে দিচ্ছেন ইসিবি কর্তাদের।

সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমকে বিসিসিআইয়ের এক কর্তা বলেছেন, ‘‘সিরিজ জয়ীরা কোন ট্রফি পাবে, তা ঠিক করার অধিকার ইসিবির। আমাদের তেমন কিছু করার নেই। কারণ এটা ইংল্যান্ডের হোম সিরিজ়। আমরা অনুরোধ করেছি, টেস্টের পর যে পুরস্কারগুলো দেওয়া হয়, তার কোনও একটি মনসুর আলি খান পতৌদির নামে করার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়