শিরোনাম
◈ ১০০ আসনের উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচনের সিদ্ধান্ত কমিশনের ◈ নাহিদের ফেসবুক পোস্টের প্রতিক্রিয়ায় যে চ্যালেঞ্জ দিলেন সাদিক কায়েম ◈ আইএসপি লাইসেন্স বাতিল, যে তিন কোম্পানির ইন্টারনেট ব্যবহার করলে মিলবে শাস্তি! ◈ নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪ ◈ বাগেরহাটে ভাইরাস, বৃষ্টিতে মৎস্য খাত ধসের মুখে ক্ষতি ৫০ কোটির বেশি ◈ "কক্সবাজারে অস্ত্রের স্ফোরণ: রোহিঙ্গা ক্যাম্প ও পাহাড়ে বিপজ্জনক সন্ত্রাসী ঘাঁটি গড়ে উঠছে" ◈ আবেগ প্রবণ হয়ে পড়েন মির্জা ফখরুল,আমি আসলে মাঝে মাঝে একটু ইমোশনাল হয়ে পড়ি ◈ সেনাবাহিনী কোনো দলকে বিশেষ চোখে দেখে না, নির্বাচন নিয়ে নির্দেশনা আসেনি: আইএসপিআর (ভিডিও) ◈ মৌলিক বিষয়ে সংস্কার করে দ্রুত নির্বাচনের পথে সরকার এগুবে: মির্জা ফখরুলের প্রত্যাশা ◈ জুয়ার নেশায় ভারতীয় ক্রিকেট বোর্ড  অফিস থেকে ২৬১‌টি জার্সি চুরি, গ্রেপ্তার নিরাপত্তারক্ষী

প্রকাশিত : ১৪ জুন, ২০২৫, ০৬:২৬ বিকাল
আপডেট : ৩০ জুলাই, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

কোচ কাবরেরার উপর গরম দেখা‌লেন বাফু‌ফে সদস‌্য, চাই‌লেন তার পদত্যাগ, বিব্রত সভাপ‌তি

নিজস্ব প্রতি‌বেদক : গত ১০ জুন ঢাকা জাতীয় স্টে‌ডিয়া‌মে এএফ‌সি এ‌শিয়ান কাপ বাছাই প‌র্বের খেলায় বাংলা‌দেশ দল ২-১ গোলে হেরেছে। তারকাখচিত দল নিয়ে এমন হারে কোচ কাবরেরার কৌশল আবারও প্রশ্নবিদ্ধ হয়েছে। ফুটবল সংশ্লিষ্ট সকলেই কাবরেরার অপসারণ চাইছেন।

এবার প্রকাশ্যে সকলের সামনে কাবরেরার অপসারণ চাইলেন বাফুফের নির্বাহী কমিটির সদস্য সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন। আজ রাজধানীর রাওয়া ক্লাবে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় সভা আয়োজন করে বাফুফে।

সেখানে উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এবং অন্যান্য সদস্যরা। বাফুফের সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাফুফে সভাপতিসহ বিভিন্ন কমিটির চেয়ারম্যানরা। সবার শেষে বাফুফের নির্বাহী সদস্য শাহীনকে অভ্যন্তরীণ অডিট ও গভর্মেন্ট রিলেশন নিয়ে আলোকপাত করার অনুরোধ জানান সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।  

শাহীন এই বিষয়ে বক্তব্য না রেখে জাতীয় দল কমিটির সদস্য হিসেবে হাভিয়ের কাবরেরার পদত্যাগ চান। সেখানে সকলের সামনে কাবরেরার পদত্যাগ চেয়ে তিনি বলেন, 'জাতীয় দল কমিটির সদস্য হিসেবে কাবরেরার পদত্যাগ চাচ্ছি। কোচকে সড়ানোর এজেন্ডা নিয়েই আমি কথা বলতে এসেছি। তাকে সরিয়ে ১৮ কোটি মানুষের মুখে হাসি ফোটাতে চাই। 

আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাফুফে নির্বাহী সদস্যর এমন মন্তব্যে কমিটির অন্যরা বিব্রত হয়েছেন। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এই প্রসঙ্গে বলেন, ‘যেটা হয়েছে আনফরচুনেট। এটা নিয়ে আমরা ইন্টারনালি আলোচনা করব। ’

সংবাদ সম্মেলনের প্রশ্নোত্তর পর্বেও একাধিক সাংবাদিক কাবরেরাকে নিয়ে প্রশ্ন করেছেন। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল প্রথমে এর উত্তর দেননি। পরবর্তীতে আবারও প্রশ্ন করা হলে তিনি বলেন, এটা আসলে এখনও প্রি-ম্যাচিউর প্রশ্ন এবং উত্তর দিলেও প্রি-ম্যাচিউর হবে। আমাদের স্ট্যান্ডার্ড একটা প্রক্রিয়া রয়েছে। যেখানে জাতীয় দল কমিটি অ্যাসেসমেন্ট ও রিভিউ হবে। সেখানে অ্যাসেসমেন্ট হওয়ার পর আপনাদের প্রশ্ন নেওয়া যাবে এবং উত্তরও দেওয়া যাবে। ’

হাভিয়েরের সঙ্গে বাফুফের চুক্তি আছে আগামী এপ্রিল পর্যন্ত। এর আগে চাইলে বাফুফে কোচকে অপসারণ করতে পারে। তবে চুক্তি শেষের আগে কোচকে অপসারণ করা হলে জরিমানা গুনতে হবে বাফুফেকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়